সমাজের আলো। । আজ মহানবমী, গতকাল ছিল মহাঅষ্টমী, একদিকে মহামারী করোনা ভাইরাস, অন্যদিকে বিরুপ আবহাওয়া তবুও থেমে নেই উৎসবের আলোক বার্তা, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক এবং শারিরীক দূরত্ব বজায় রেখে ভক্ত ও দর্শনার্থীরা মহা অষ্টমীর দিনে মন্ডবে মন্ডবে ঘুরেছে। গত কয়েকদিন অপেক্ষা গতকাল ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। করোনা প্রাদুর্ভাবের কারনে সাতক্ষীরার পূজা মন্ডব গুলোতে কুমারী পুজায় খুব বেশী ভিড় ছিল না কোথাও কোথাও কুমারী পূজা ব্যতিত মহাঅষ্টমী পূজো হয়েছে। কোন কোন ভক্ত বাসাবাড়ীতে বসেই অঞ্জলি দিয়েছেন। তবে দূর্গা দেবী দর্শন, মন্ডবে মন্ডবে ঘুরাঘুরির লোভ আর আগ্রহ সামলানো কষ্টের তাই স্বাস্থ্যবিধি মেনেই মন্ডবে মন্ডবে দেবী দর্শন করেছেন ভক্তরা। মহাঅষ্টমির দিনে গতকাল মন্ডবে মন্ডবে পালিত হয়েছে ষোড়শ উপচারে অনুষ্ঠিত হয়েছে দেবীর পূজা, একশত আট পদ্ম ও প্রদীপ দিয়ে দেবী দূর্গার আরাধনা করা হয়। করোনা আর বৃষ্টির কারনে দূর্গোৎসব প্রতিকুলতায় আচ্ছন্ন করলেও উৎসব ও উচ্ছ্বাসের সামান্যতম ঘাটতি নেই। পঞ্জিকা আর প্রথানুযায়ী আজ রবিবার ভোর পাঁচটা সতের মিনিট হতে সকাল সাতটার মধ্যে দূর্গাদেবীর মহানবমী কল্পারম্ব ও বিহীত পূজা, ভক্তদের বিশ্বাস মহা নবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার দিন। এই দিনে অগ্নীকে প্রতীক করে সব দেব দেবীকে আহুতি দেওয়া হয়। অগ্নি সব দেবতার যজ্ঞ ভাগ বহন করে যথাস্থানে পৌছে দিয়ে থাকেন। মহানবমীর দিনকে দৃশ্যতঃ দুর্গোৎসবের অন্তিম দিন হিসেবে ধরা হয়, অবশ্য বিজয়া দশমীতেও দূর্গোৎসবের আনুষ্ঠানিকতা থাকে তবে তা বিসর্জনের বিষাদে ভরা, নবমীর দিনের শেষে নিশিথে উৎসবের পর্ব শেষ হয়, যে কারনে ভক্তরা আজকের দিনে (মহানবমী) আধ্যাত্মিকতার চেয়েও অনেক অনেক বেশী লোকায়ত ভাবনায়ভাবিত থাকে মন। সাতক্ষীরার পাঁচশতাধীক পূজা মন্ডবে স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালিত হলেও ভক্ত ও দশনার্থীদের আগমনের ঘাটতি নেই, ধর্ম যার যার উৎসব সবার এমন দৃশ্য মন্ডব গুলোতে বিরাজমান, ঢাক, ঢোল, বাশি, কাশি, সানাই এর বাজনা আর সূর ভক্তদেরকে বিশেষ শিহরন জানাচ্ছে। সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে ব্যাপক যান চলাচলের এবং ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। প্রতিটি মন্ডবে পুলিশী টহল, আনছার বাহিনীর সদস্যদের উপস্থিতি ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন দুর্গোৎসবকে বিশেষ নিরাপত্তা এবং অনন্য অসাধারন পরিবেশ এর দোড়গোড়ায় পৌছে দিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *