সমাজের আলো ।। দিন আসে দিন যায়, আসে বছর সে-ও চলে যায়। বদলায় অনেক কিছু। কিন্তু বদলায় না সাতসক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী দাতভাঙ্গা বিলের স্থায়ী জলাবদ্ধতার চিত্র। জলাবদ্ধতা কেড়ে নিয়েছে কৃষকদের মুখের হাসি। এসমস্যা নিরসনের দাবি জানিয়ে আসছে ১০ বছর ধরে। কিন্তু প্রশাসনের নজর পড়েনি আজও। আর কোথায় যাব? কথাগুলো বললেন, সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের কৃষক আব্দুল আলিম। তিনি জানান, দাতভাঙ্গা বিলে তার দুইবিঘা জমি আছে। কিন্তু গত ১০ বছর যাবত সেখানে কোন প্রকার ফসল ফলাতে পারছেন না। আর কখনো বিলে ফসল ফলবে কী-না তা অনিশ্চিত। এব্যাপারে ছনকা গ্রামের কৃষক রেজাউল ইসলাম, লুৎফর রহমান, আরিজুল ইসলাম, মোস্তাক আলী জানান, সাতক্ষীরা সদর উপজেলার সর্ববৃহৎ দাতভাঙ্গা বিল। বিলপাড়ে বসবাস করে কয়েকটি ইউনিয়নের অন্তত ১০গ্রামের মানুষ। এসব কৃষকদের জমি এ বিলের মধ্যে। বিলের পানি নিষ্কাশনের জন্য বা বিলে ফসল ফলানোর জন্য ৭০এর দশকে প্রয়াত সংসদ সদস্য ও ঘোনার সাবেক চেয়ারম্যান এড. শামনুল হক ২ বিলের মাঝখান বরাবর একটি খাল খনন করেছিল। ওই খালটি খননের পরে এলাকার মানুষের কাছে খালটি আশির্বাদে পরিণত হয়। বিলে একে একে বসানো হয় ৫৩/৫৪টি গভীর নলকূপ। তাতে করে প্রত্যেক বোরো মৌসুমে কৃষকরা বিলে প্রচুর পরিমান ধান উৎপাদন করতো। সে ধান এলাকার চাহিদা মেটানোর পর বাইরের জেলায় রপ্তানি করা হতো। কিন্তু গত ১০ বছরের অধিক সময় ধরে কৃত্রিম জলবদ্ধতা স্থায়ী জলবদ্ধতায় রুপ নিয়েছে। ফলে এলাকার কৃষকদের মনে চলছে হাহাহাকার। যেমনটি জানালেন ঘোনা গ্রামের কৃষক রইছদ্দীন (৬৫)। তিনি জানান, দাতভাঙ্গা বিলের জলবদ্ধতার প্রধান কারণ হলো-বিলের অপরিকল্পিত মাছের ঘের। এসমস্ত ঘের ব্যবসায়ীরা বিলের পানি নিষ্কাশনের জন্য খালের সমস্ত প্রবেশ দ্বারগুলো বন্ধ করে দিয়েছে। সে কারণে বিল ১০বছর যাবত স্থায়ী জলবদ্ধতায় রুপ নিয়েছে। তবে বিলের পূর্বভাগে ঘোনা এলাকার পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রেখেছে চেয়ারম্যান মোশা। সে ওই এলাকাকার খালধারের ৪শত বিঘার একটি মৎসঘের গায়ের জোরে দখল নিয়ে বিলের পানি নিষ্কাশনের সমস্ত পথ বন্ধ করে দিয়েছে। সাধারণ কৃষকদের সমস্ত জমি বোরো মৌসুমে জলে টইটম্বুর খেলে। যেমনটি আরও জানালেন, ছনকা গ্রামের বাসিন্দা সদ্য সাবেক চৌকিদার আব্দুর রহিম তিনি জানান, বিলের পানি নিষ্কাশনের অভাবে এলাকার প্রায় ২হাজার বিঘা জমির কৃষি আবাদ নষ্ট হয়েছে। অতিদ্রুত পানি নিষ্কাশনের নালাগুলো উন্মুক্ত করতে পারলে কৃষকদের মাঝে ফিরে আসতে আনান্দের হাসি। এব্যপারে ঘোনার বিশিষ্ট রাজনীতিক বর্তমান সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের জানান, একজন মাত্র ব্যক্তির অসুস্থ মানসিকতা পোষণের কারণে এ অবস্থা। আমরা এ বিষয়টি নিয়ে সরকারের সংশ্লি¬ষ্ট বিভাগে বারবার নালিশ দিয়েও কোন ফল হয়নি। তাই আমরা হতাশ হয়েছি। তবে আমরা এ অবস্থা হতে পরিত্রাণ চাই।




Leave a Reply

Your email address will not be published.