প্রতিনিধি, পাইকগাছা (খুলনা): পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি স্বর্গীয় যুগোল কিশোর দে’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজের অমৃতময়ী মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড সোহরাব আলী সানা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষায়ক সম্পাদক অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ, সদস্য শেখ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রশীদুজ্জামান মোড়ল, আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ আফসার আলী, আনন্দ মোহন বিশ্বাস, কওসার আলী জোয়ার্দার, হেদায়েত আলী টুকু, শিহাবউদ্দীন ফিরোজ বুলু, সহযোগী অধ্যাপক ময়নুল ইসলাম, হারুন অর রশীদ, প্রথান শিক্ষক রহিমা আক্তার সম্পা, তৃপ্তি রঞ্জন সেন, হিমাদ্রি শেখর দে,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।
