জমে উঠেছে কাতার বিশ্বকাপ ফুটবল। যদিও গ্রুপ পর্ব শেষ না হতেই শঙ্কা জেগে বসেছে আসরের হট ফেবারিট দল আর্জেন্টিনার বিদায়ের। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ১-২ গোলে হেরেই লিওনেল মেসির দল বিপাকে। নিজেদের দ্বিতীয় ম্যাচ আজ শনিবার দিবাগত রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। যেখানেই জিততেই হচ্ছে তাদের।

শেষ ম্যাচের সেই স্মৃতি ভুলে শুধুমাত্র মেক্সিকো ম্যাচেই মন দিতে চায় আর্জেন্টিনা। ম্যাচ শুরু হওয়ার আগে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন লাউতারো মার্তিনেস। জানালেন সব কিছু ভুলে এই ম্যাচেই এখন তাদের পুরো মনোযোগ। এমনকি মার্তিনেস অকপটে স্বীকারও করেছেন সৌদি আরবের কাছে হার আত্মবিশ্বাসে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে।

যেমনটা বলছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড, ‘মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতো। কারণ এই ম্যাচের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করবে আমাদের বিশ্বকাপ ভবিষ্যৎ। অস্বীকার করার সুযোগ নেই প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার আমাদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে। যদিও নিজেদের শক্তির উপর আস্থা রয়েছে আমাদের।’

মেক্সিকো ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে মার্তিনেস আরো বললেন, ‘আমাদের শান্ত থাকতে হবে, ঘুরে দাঁড়াতে হবে এবং সামনে কী আসছে, তা নিয়ে ভাবতে হবে। আর যা আসছে তা মেক্সিকো। তাই যাই হোক না কেন, আমাদের কেবল জয়ের দিকে মনোযোগ দিতে হবে।’

এদিকে মেক্সিকো ম্যাচের একদিন আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি নিশ্চিত করেছেন লিওনেল মেসি মেক্সিকোর বিপক্ষে খেলার জন্য প্রস্তুত রয়েছেন। কোচ বলেন, ‘সে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। লিও আমাদের অন্যান্য সতীর্থদের মতো ভালো করছে। লিও শারিরীক অবস্থা নিয়ে আমাদের কোনো ধরনের প্রশ্ন নেই।’

সমাজের আলো




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *