সমাজের আলো : ভারতের ত্রিপুরায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে দেশটির সীমান্তরক্ষাকারী বাহিনী বিএসএফ-এর এক সদস্য নিহত হয়েছেন। রাজ্যটির বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় ওই গুলির ঘটনা ঘটে। নিহত ওই বিএসএফ সদস্যের নাম গিরজেশ কুমার উদ্দে। তাকে টার্গেট করেই প্রথমে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। ৫৩ বছর বয়সী গিরগেশের বাড়ি ভারতের মধ্যপ্রদেশে। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিএসএফ কর্মকর্তারা। এক কর্মকর্তা বলেন, বাহিনীর এক সদস্য সকালে টহলদারির সময় গুলিতে আহত হয়েছিলেন। এরপর তাকে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার। বিএসএফ বলছে, ‘ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা’ বা এনএলএফটি এই হামলার পেছনে যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *