সমাজের আলো :  টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের কাজে গত অর্থ বছরে কোটি টাকারও বেশি বেমালুম হরিলুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ মতে, কোন প্রকল্পে ১০ শতাংশ কোন প্রকল্পে ২০ শতাংশ, কোন প্রকল্পে মোটেও কাজ না করেই বরাদ্দের টাকা আত্মসাৎ করেছে প্রকল্পের সভাপতিসহ সংশ্লিষ্টরা। প্রকল্পের কাজে তদারকির সঙ্গে জড়িত কর্মকর্তারাও এই অনিয়ম-দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ রয়েছে।

কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নে ২৬৬টি প্রকল্পের অনুকূলে স্থানীয় এমপি কোটাসহ মোট ৩ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৩০ টাকার বরাদ্দ পায়। যা গত ৩০ জুন মেয়াদ শেষ হয়। এর মধ্যে উপজেলার জয়নগর, জালালাবাদ, কয়লা, কুশোডাঙ্গা, দেয়াড়া ও যুগিখালি ইউনিয়নে এমপির অনুকূলে টিআর, কাবিখা, কাবিটাসহ ১ম, ২য় ও ৩য় পর্যায়ে টিআরের ৬৭টি প্রকল্পের আওতায় ৫৮ লাখ ৭৪ হাজার ৫২৪ টাকা ও কাবিটার ৪২টি প্রকল্পে ৬৫ লাখ ৯৯ হাজার ৪৪৮ টাকা এবং কাবিখার ৪টি প্রকল্পে ৯ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ পায়। এ ছয়টি ইউনিয়নে মোট ১১৩টি প্রকল্পের অনুকূলে ১ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ৯৭২ টাকা বরাদ্দ পায়। যার বেশিরভাগ প্রকল্প কাগজে-কলমে শতভাগ কাজ দেখিয়ে প্রায় কোটি টাকারও বেশি বেমালুম গায়েব করা হয়েছে। এ উপজেলায় একমাত্র নারী চেয়ারম্যান বিশাখা সাহার এ অভিযোগ করেছেন স্থানীয়রা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *