হাফিজুর রহমান শিমুলঃ সুস্থ ও সুন্দর একটি সমাজ গড়তে সবার আগে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধ করতে হবে ঘোড়াদৌড় এর উদ্বোধনকালে বক্তব্যে সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী একথা বলেন। তিনি আরও বলেন পুলিশ সর্বদাই মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ সব ধরনের অপরাধ নির্মূলে প্রস্তুত রয়েছে। সবাই মিলে এসব অপরাধ দমনে কাজ করলে তাহলেই একটি সুন্দর সমাজ গঠন করা যাবে। বিনেদনের আয়োজন বেশিই করতে হবে, তবে আইন শৃঙ্খলা সমুন্নত রেখে।কালিগঞ্জ উপজেলার উক্শা দাড়িয়ালা আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগীতা -২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) বিকেল ৪ টায় উপজেলার উকশা দাড়িওয়ালা আনছার ভিডিপি সমিতির সভাপতি শেখ ইয়াদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য জনবান্ধব জননেতা এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত চৌকস পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু প্রমুখ। ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ফিরোজ আলমের সার্বিক পরিচালনায় নড়াইল, দাকোপ, যশোর, লোহাগড়া, কয়রা, শ্যামনগর, তালা, কেশবপুর ও কালিগঞ্জের মোট ৫৬টি ঘোড়া এ প্রতিযোগীতা অংশগ্রহণ করে। ঘোড়া দৌড়ে লক্ষ লক্ষ উৎসুক জনতা উপস্থিত হয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগীতা উপভোগ করেণ। আবহাওয়া অনুকূলে থাকায় উকশার এমাঠে পঞ্চমবারের মত ঘোড়া দৌড় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ ও নির্বিঘ্নে ঘোড়া দৌড় সম্পন্ন করতে কালিগঞ্জ সার্কেলের চৌকস অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনসহ পুলিশ ফোর্স নিরলসভাবে কাজ করে। প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হয়েছে ৬ নং জার্সি’র খুলনার টাইগার ঘোড়া, রানার্সআপ হয়েছে ৫৫ নং জার্সি’র যশোরের বিদ্যুৎ ঘোড়া, , ৩য় স্থান হয়েছে ৪৮ নং জার্সি’র নড়াইলের লালচাঁন, ৪র্থ হয়েছে ১৬ নং জার্সি’র যশোরের টাইগার ও ৫ম হয়েছে ৪৬নং জার্স’র যশোরের ডায়মন্ড নামক ঘোড়া।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *