সমাজের আলো : টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথম পর্বে গ্রুপ ‘এ’ থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা।এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ টিকিট মিলেছে শ্রীলঙ্কার। আয়ারল্যান্ড বনাম নামিবিয়া ম্যাচে আইরিশরা হেরে যাওয়ায় গ্রুপ ‘এ’র রানার্সআপ হয়েছে নামিবিয়া। শ্রীলঙ্কা হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ বিশ্বকাপের টিকিট পেয়েছে গ্রুপ ‘বি’ থেকে।

২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি। এ ম্যাচকে সামনে রেখে আজ শুক্রবার (২২ অক্টোবর) টাইগাররা পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার গ্রুপ ‘এ’তে পড়েছে বাংলাদেশ। টাইগারদের গ্রুপ সঙ্গী ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। টাইগারদের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ২৭ অক্টোবর।

এদিকে বাঁচা-মরার ম্যাচে বৃহস্পতিবার (২১ অক্টোবর) পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। ৭ উইকেটে টাইগারদের ১৮১ রানের জবাবে ৯৭ রানে শেষ হয় পিএনজির ইনিংস। আল আমেরাত স্টেডিয়ামে পাপুয়া নিউগিনি শিবিরে প্রথম আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। লেগা সিয়াকাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ফেরার আগে ১০ বলে ৫ রান করেন লেগা। এরপর নিজের প্রথম ওভারে তাসকিন আহমেদ ফিরিয়ে দেন আসাদ ভালাকে। ৯ বলে ভালা করেন ৬ রান।




Leave a Reply

Your email address will not be published.