ফজলুল হক উপকূলীয় প্রতিনিধিঃ বুড়িগোয়ালিনীতে মৎস্য অধিদপ্তরের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রদর্শনী খামারে পোনা অবমুক্তকরা হয়। আজ ১৮ ই জুলাই রোজ রবিবার দুপুর ১ ঘটিকায় শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে বুড়িগোয়ালিনীর আড়পাংঙ্গাশিয়া খালে ৩২০ কেজি পোনা অবমুক্তকরণ করা হয়। উক্ত পোনা অবমুক্তকরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র মৎস্য অফিসার মশিউর রহমান, উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুনদার, চেয়ারম্যান বুড়িগোয়ালিনী ভবতোষ কুমার মণ্ডল, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অসীম কুমার জোয়ারদার,বুড়িগোয়ালিনী ইউনিয়ন ইউপি সদস্যবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ উপকার ভুগিরা। পোনা অবমুক্তকরণে বক্তারা বলেন,একটি দৃষ্টিনন্দন খাল খনন করা হয়েছে,আশা করছি খালের দু পাশে শত শত বিঘা জমিতে আবাদ হবে এবং মাছ চাষ করে সুফল ভুগিরা উপকৃত হবে একই সাথে বিনোদনের একটি জায়গা সৃষ্টি হবে।

