শাহিনুর রহমান : কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর উচ্ছেদের বিষয়ে তদন্তকালে কর্তব্যরত সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় কলারোয়া উপজেলার সকল সাংবাদিকবৃন্দের সমন্বযয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১৮ জুলাই রবিবার সকাল ১০ টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধে চলাকালে বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবুল কালাম, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেম আহমেদ, সিনিয়র সাংবাদিক গোলাম রহমান, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে এম আনিসুর রহমান, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী জিল্লু, সাংবাদিক রাজু, সাংবাদিক আব্দুর রহমান সহ বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন সাংবাদিকদের লাঞ্ছিত কারীদের বিষযয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে । সাংবাদিকদের লাঞ্চিৎকারীদের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। দোষীদের শাস্তির দাবি জানিয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।




Leave a Reply

Your email address will not be published.