সমাজের আলো : বিদিশা সিদ্দিক। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী। বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুকে পুজি করে তিনি এরশাদের প্রেসিডেন্ট পার্কে অবস্থান করছেন তার সত্যিকারের জন্ম নিয়েও নানা রকম প্রশ্ন উঠেছে। এই শাহাতারা জারাব এরিক এরশাদ যে বিদিশার সন্তান নয়, কোর্ট এবিষয়ে ফয়সালাও দিয়েছেন। পারিবারিক আদালতে এ সংক্রান্ত মামলায় বিদিশা হেরে গেছেন। এরশাদের আইনজীবীর জেরার মুখে বিদিশা সব সত্য স্বীকারও করেছেন। বিদিশা উচ্চ আদালতে আপিল করেন। আদালত বিদিশার আপিলও খারিজ করে দেন। আপিল নং- ৬১/২০১১। অথচ এখন আবার ওই পরিচয়কে সামনে এনে ছেলের মায়ের দাবি নিয়ে এইচএম এরশাদ ২০১৯ সালের ১৪ জুলাই মারা যাওয়ার ৪ মাসের মাথায় নভেম্বরে বিদিশা এ বাসায় ওঠেন। অবৈধভাবে অর্জিত দেশি-বিদেশি ২১ কোটি টাকার বেশি অর্থ গোপন করার অপরাধে ২০০৫ সালের ১৬ জুন মামলাও হয় বিদিশার বিরুদ্ধে। ২০১৬ সাল থেকে একটি প্রতারণা মামলার ফেরারী আসামীও ছিলেন বিদিশা। পরে এ মামলায় জামিন নিয়েছেন কিনা তা রয়েছে অজানা।




Leave a Reply

Your email address will not be published.