সমাজের আলো : বেনাপোলে ৪কেজি গাঁজা ও ২শ বোতল ফেন্সিডিল সহ আরিফ হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বেনাপোল সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক করতে সক্ষম হন। আটক আরিফ হোসেন বেনাপোল সাদিপুর গ্রামের রব্বুল হোসেনের ছেলে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা বলেন, আটক আরিফ হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে ।

