সমাজের আলো : নারী সদস্যের নাম নাসিমা খাতুন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও খলীলনগর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করার পর থেকে নাসিমা খাতুন ইউনিয়ন পরিষদ থেকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সাধারণ নাগরিকদের বঞ্চিত করে নিজের মেয়ে, স্বামী ও ননদসহ পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনদের মাঝে একাধিকবার ভাগ করেদেন। সূত্রে জানাগেছে, ইউপি সদস্য নাসিমা খাতুন, তার স্বামী মিজানুর রহমানের নামে প্রধানমন্ত্রী কতৃৃক প্রদত্ত অতি দরিদ্রদের জন্য সূলভমূল্যে ১০টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরনের কার্ড, অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচির তালিকায় স্বামীর নাম তালিকাভুক্ত করেছেন। ২০১৮-২০১৯ অর্থ বছরে ইউপি সদস্য নাসিমা খাতুনের মেয়ে ছাবিনা খাতুনের নামে ভিজিডি কার্ডে চাল উত্তলন। বেকার যুবমহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে নারীদের দর্জী প্রশিক্ষন শেষে শেলাই মেশিন প্রদান ও নগদ অর্থ বিতরণ কর্মসুচিতে ইউপি সদস্য নাসিমা খাতুনের মেয়ে ছাবিনা খাতুন এবং ননদ সুফিয়া খাতুনের নাম তালিকাভুক্ত করে সুবিধা ভোগ করেছেন। সূত্র আরো জানায়, বৈকারী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা খাতুনের কাছে সরকারি সুবিধা নিতে কার্ড নিতে গেলে তিনি সাধারণ মানুষের কাছে টাকা দাবি করেন। আবার অনেকের সাথে খারাপ ব্যবহার করেন। খলিলনগর গ্রামের মৃত – নূর উদ্দীনের ছেলে মাহবুবুর রহমান বলেন, আমি একজন ভূমিহীন দিনমজুর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও জমি আছে, ঘর নেই প্রকল্পে ভূমিহীনদের আশ্রয় প্রকল্পে ঘর নির্মাণ করে দিচ্ছেন। আমি ওই প্রকল্পে একটি ঘরের জন্য মহিলা মেম্বর নাসিমা খাতুনের কাছে যাই। এসময় মহিলা মেম্বর নাসিমা খাতুন উপরে (ঢাকা) টাকা দিতে হবে বলে, আমার কাছে ১০ হাজার টাকা চায়। আমি গরিব মানুষ এতো টাকা কোথায় পাবো। মহিলা মেম্বরকে টাকা দিতে পারিনি বলে আমি ঘর পাইনি।




Leave a Reply

Your email address will not be published.