বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হলেও চিন্তার ভাজ পড়েছে ব্রাজিল শিবিরে। সার্বিয়ার বিপক্ষে দারুণ খেলে জেতা ম্যাচে দলের সেরা তারকা নেইমারের চোট চিন্তা বাড়ছে সেলেসাও দলে। প্রতিপক্ষের ফুটবলারদের একের পর এক ফাউলের পর গোড়ালির মারাত্মক চোট নিয়েই মাঠ ছাড়েন পিএসজি তারকা।

এখনও পর্যন্ত নেইমারের চোট নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি ব্রাজিল বোর্ড। তবে সিবিএফ ডাক্তারের বরাতে জানা গেছে, গ্রুপপর্বে পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ তো বটেই; ক্যামেরুনের বিপক্ষেও খেলা হচ্ছে না ৩০ বছর বয়সী তারকার। সর্বোচ্চ চেষ্টা করার পর চোট সেরে উঠলে নকআউট পর্বেই ফের নেইমারের খেলার সম্ভাবনা আছে।

দলের সেরা তারকার চোট নিয়ে সমর্থকদের মাঝে যখন বেশ চাপা উত্তেজনা কাজ করছে, কোচ তিতে ঠিক তখনই সংবাদ সম্মেলনে এসে আশার বাণী শুনিয়েছেন ব্রাজিলের কোচ প্রচন্ড আত্মবিশ্বাসী হয়েই বলেছেন, নেইমার নিশ্চিত বিশ্বকাপ খেলবে।
তিতের কথার সঙ্গেই অনেকটা নিজেও সুর মিলিয়েন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে এসে সমর্থকদের আশ্বস্ত করেছেন তিনিও। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা। সেখানেই পর্তুগিজ ভাষায় তিনি লিখেছেন, ‘ আস্থা রাখুন।’
নিচে শব্দটির ব্যখ্যাও লেখা আছে- “সবকিছু ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস রাখা।এমনকি সেটি বিরুদ্ধ সময়েও। এটা নিশ্চিত যে সেরাটার দেখা পাওয়া এখনো বাকি। সময় হলেই দেখা পাওয়া যাবে। বিশ্বাস বা আস্থা মানুষ দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পারে।”

সার্বিয়ার বিপক্ষে সবমিলিয়ে ৯ বার ফাউলের শিকার হয়েছেন নেইমার। এখন পর্যন্ত কাতার বিশ্বকাপে যে কোন ফুটবলারের মধ্যেই এটাই সবচেয়ে বেশি ফাউল শিকার হওয়ার রেকর্ড।

সমাজের আলো




Leave a Reply

Your email address will not be published.