রবিউল ইসলামঃ আজ মানবতার লাইব্রেরী’র ২য় প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে মানবতার লাইব্রেরী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সাদা পায়রা মুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।এসময়ে মানবতার লাইব্রেরী’র প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জনাব, এম আবুবকর সিদ্দিক, রূপালী ব্যাংক লিমিটেড নওয়াবেঁকী শাখার ব্যবস্থাপক জনাব, হাকিজ জন নূরী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব, শহিদুল ইসলাম মোড়ল সহ স্থানীয় সূধীজন এবং মানবতার লাইব্রেরী’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর মানবতার লাইব্রেরী’র পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী কার্যক্রম ‘সেলুন লাইব্রেরী’ উদ্বোধন করা হয়। বর্তমান সময়ে অনেকেই সেলুনে নির্বিকার সময় অতিবাহিত করে, তাই তাঁদের মূল্যবান সময়গুলো কাটুক জ্ঞান আহরণের মাধ্যমে – এই প্রত্যাশায় সেলুন লাইব্রেরী প্রতিষ্ঠা করেছে মানবতার লাইব্রেরী। নওয়াবেঁকী বাজার, রূপালী ব্যাংকের সামনে (কেশব সেলুনে) অন্যান্য সূধীজনের উপস্থিতিতে সেলুন লাইব্রেরী’র শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব, এম আবুবকর সিদ্দিক। পরবর্তীতে স্থানীয় শুভাকাঙ্ক্ষী এবং মানবতার লাইব্রেরী’র সদস্যদের মধ্যে সংগঠনটির বিগত ২বছরের সফলতা/ব্যর্থতা নিয়ে আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম দিনের কার্যক্রমের সমাপ্তি হয়।




Leave a Reply

Your email address will not be published.