যশোর অফিস : চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা শহরের রেলবাজার ইজিবাইক স্ট্যান্ডের একটি চায়ের দোকানে চাঁদার দাবিতে হামলা চালিয়ে মারপিট ও ছুরিকাঘাত করে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ছিনিয়ে বোমা নিক্ষেপ করেছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে কোতয়ালি মডেল থানায় ৫ চাঁদাবাজ ও সন্ত্রাসীর নাম উল্লেখসহ তাদের অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি করেন,শহরের রেল বাজার গাড়োয়ান পাড়ার মৃত দুলালের ছেলে কোরবান আলী আকাশ। মামলায় আসামীরা হচ্ছে, শহরের ষষ্টিতলা পাড়ার ছোঠ ফয়সাল, রেল বাজার মহিলা মাদ্রাসার পিছনে আলী মিয়ার ছেলে আসিফ, শংকরপুর রায়পাড়ার কিসলুর ছেলে শাহীন, শংকরপুর রায়পাড়ার ইকরাম, রেল বাজার মহিলা মাদ্রাসার পিছনে জিহাদসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
মামলায় বাদি উল্লেখ করেন, আসামীরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রকৃতির লোক। শহরের রেলবাজার ইজিবাইক স্ট্যান্ডে বাদির একটি ছোট চায়ের দোকান আছে। বাদি ব্যবসা করাকালে সন্ত্রাসী চাঁদাবাজরা বাদির কাছে চাঁদার টাকা দাবি করে মারপিট খুন জখমের হুমকি দিয়ে আসছিল। গত ১৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২ টায় বাদির চায়ের দোকানের সামনে উল্লেখিত সন্ত্রাসী চাঁদাবাজ আসে। চাঁদাবাজ সন্ত্রাসীরা বাদির কাছে ৯শ’ টাকা চাঁদা দাবি করে। তখন বাদি চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা দোকানের মধ্যে ঢুকে বাদিকে এলোপাতাড়ীভাবে মারপিট শুরু করে। ছোট ফয়সাল ধারালো চাকু দিয়ে বাদিকে হত্যার উদ্দেশ্যে পেটে আঘাত করলে বাদি ডান হাত দিয়ে ঠেকালে বাদির ডান হাতে শাহাদৎ আঙ্গুলে লেগে রক্তাক্ত জখম হয়। আসিফ বাদির মাথায় চাকু দিয়ে আঘাত করে। সন্ত্রাসী চাঁদাবাজ শাহীন বাদির দোকানের ক্যাশ ড্রয়ার থেকে নগদ ৫ হাজার ৫শ’ টাকা তুলে নেয়। অন্যান্য সন্ত্রাসীরা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। বাদির ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসিফ তার কাছে থাকা ককটেল বোমা নিক্ষেপ করে। ককটেলটি অবিস্ফোরিত হওয়ায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ অবিস্ফোরিত ককটেল জব্দ করে। বাদিকে অসুস্থ্য অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বাদি এ ঘটনায় স্থানীয় ভাবে আলোচনা করে মামলা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *