যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামে বাঁধা কপির ক্ষেত থেকে এক নবজাতকে উদ্ধার করেছে স্থানীয় এক নারী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে।স্থানীয় আরিফ হোসেন জানান, দুপুরে এক নারী মাঠে কাজ করছিলেন। তখন সে মাঠ থেকে একটু দূরে দেখতে পান একটি মাইক্রো গাড়ি রাস্তার উপরে এসে দাঁড়ায়। তার কিছুক্ষন পর কয়েকজন মানুষকে মাইক্রো গাড়ি থেকে নেমে মাঠের মধ্যে সবজি ক্ষেতের দিকে যেতে দেখেন। কিছুক্ষণ পর তারা মাইক্রো গাড়িতে উঠে চলে গেলে। বিষয়টি নিয়ে ওই নারীর সন্দেহ হলে সেখানে গিয়ে তিনি দেখতে পান এক নবজাতক কাঁদছে। পরে তিনি নবজাতকে উদ্ধার করে আশপাশের মানুষকে বিষয়টি জানান।এ বিষয়ে লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাচ্চাটি এখন ৫ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সায়েরা খাতুনের হেফাজতে রয়েছে। তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন।উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। বুধবার যশোর সমাজসেবা অধিদপ্তরের কাছে নবজাতকে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

