সমাজের আলো : শীতের শুরুতেই কালিগঞ্জের উপজেলার বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসছে। জুয়ার আসর নিয়ে ব্যস্ত জুয়াড়িরা। এক জায়গায় জুয়ার আসর বন্ধ হলে চলে অন্য জায়গায়। ঠিক তেমনি কালিগঞ্জের কুমারখালিতে চলছে নগ্ন নৃত্য ও রাত ভোর জমজমাট জুয়ার আসর। ফলে প্রতিদিন কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতশত দর্শকের কাছ থেকে জুয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে জুয়া আয়োজক চক্র।স্থানীয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের কুমারখালি গ্রামের শ্যামা কালিপূজার আয়োজন করেন গ্রামবাসি। কিন্তু একটি মহল কুমারখালির মাঠে অবৈধ জুয়ার আসর বসিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।কাটাকাটি, নিপুণ, চড়াচড়ি, ডায়েস, ওয়ান-টেন, ওয়ান-এইট, তিন তাস, নয় তাস, রেমিসহ নানা নামে, নানাভাবে অবাধে চলছে এ জুয়ার আসর। আইনানুসারে জুয়াখেলা দন্ডনীয় অপরাধ হলেও প্রসাশনকে ম্যানেজ করে কালিগঞ্জের সাতপুর গ্রামের খোকা, উজিরপুরের রুহুল আমিন ও আশাশুনির জহুরুলসহ, কালিগঞ্জের কয়েকজন মিলে জমজমাট জুয়ার আসর চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *