যশোর অফিস
যশোর শহরের বেজপাড়া শ্রীধরপুকুর পাড় এলাকার এক বাড়ির ভাড়াটিয়া বাসায় মাত্র আড়াই ঘন্টার মধ্যে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা জানালার গ্রীল কেটে ও দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ টাকা ৪ ভরির অধিক স্বর্ণালংকরসহ পৌনে ৪লাখ টাকার মালামাল নিয়ে গেছে। চুরির অভিযোগে কোতয়ালি মডেল থানায় বাড়ির মালিক কিশোর কুমার পাল বাদি হয়ে মামলা দিলে পুলিশ প্রাথমিক তদন্তর নামে এক মাস ৬ দিন পর নিয়মিত মামলা হিসেবে নথিভূক্ত করেছেন। বৃহস্পতিবার ১০ নভেম্বর রাতে বাদি শহরের বেজপাড়া শ্রীধরপুকুর পাড় জনৈকা রোজির ৪র্থ তলা বাড়ির নীচতলার ভাড়াটিয়া মৃত কার্ত্তিক চন্দ্র পালের ছেলে কিশোর কুমার পালের এজাহার নথিভূক্ত করেন থানার অফিসার ইনচার্জ ও তদন্ত। মামলায় আসামী করেন অজ্ঞাতনামা চোর বা চোরেরা। বাদির সন্দেহ হওয়ায় বাড়ির মালিকের ছেলে সুমন মোল্যাকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
মামলায় বাদি উল্লেখ করেন,গত ৪ অক্টোবর বিকেল আনুমানিক ৫ টায় ভাড়া বাসায় জানালা ও ঘরের দরজায় তালা মেরে পূজা দেখার জন্য পরিবারের সদস্যগন চলে যাই। পূজা দেখা শেষে রাত সাড়ে ৭ টায় বাসায় এসে ঘরের মধ্যে ঢুকে দেখেন ঘরের মধ্যে বিভিন্ন কাপড় চোপড় এলোমেলো অবস্থায় ও ছড়ানো ছিটানো ঘরের মেঝেতে পড়ে আছে। ষ্টীলের আলমারিতে রক্ষিত নগদ ১৫ হাজার টাকা নেই এবং ২ভরি ৫ আনা ওজনের স্বর্ণের দুইটি বালা, ১ভরি ওজনের স্বর্ণের চেইন, ১ভরি ওজনের স্বর্ণের আইয়েস্থ এবং শাখা বাঁধানোসহ ৪ ভরি ৫ আনা বিভিন্ন প্রকারের স্বর্ণালংকর যার মূল্য ৩লাখ ৬০ হাজার টাকাসহ ৩লাখ ৭৫ হাজার টাকা মালামাল নেই। বিষয়টি বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে বাদি উক্ত বাড়ির মালিক রোজির ছেলে সুমনকে এই চুরির সাথে জড়িত সন্দেহ প্রকাশ করেছেন মামলায়। পুলিশ বাড়ির মালিক আশরাফ মোল্যার ছেলে সুমন মোল্যাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সুমনকে এই চুরি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানাবেন বলে জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *