সমাজের আলো : শ্যামনগরে চোরাই মোটর সাইকেলসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি সাতক্ষীরা রাজারবাগান এলাকার মৃত করিম গাজীর পুত্র মো: রবিউল বাসার (৩৬)।শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চন্ডীপুর গ্রাম থেকে হিরো মোটরসাইকেলসহ তাকে আটক করে।এদিকে অপর এক অভিযানে উপজেলার রামজীবনপুর মোড় হতে এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিত্যক্ত অবস্থায় টারবো মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান আটককৃত রবিউল বাসারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

