সমাজের আলো: ২৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলার বেতলা এলাকা থেকে সদর থানার পুলিশ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃরা হলো সদর উপজেলার হাতে নি গ্রামের : ইব্রাহিম (৩০) ও কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ইদ্রিস আলী(২৬)।

সাতক্ষীররা থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামানের নেতৃত্বে সাতক্ষীরা থানার সাব-ইন্সপেক্টর শ্যামা প্রসাদ, এএসআই মাজেদ, এএসআই আসাদুজ্জামান, কনস্টেবল লস্কর শাহ নেওয়াজ ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় বুধবার বিকাল ৫ টায় সদর উপজেলার বেতলা এলাকা থেকে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা সহ ইব্রাহিম ও ঈদ্রিস নামক দুই যুবক গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫০ পিচ ইয়াবা।

ঘটনাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের নিশ্চিত করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *