সমাজের আলো : অভিযোগকারীকে মারপিট করার অভিযোগ উঠেছে। ফাঁড়ির অফিসরুমের মধ্যে মারপিট করলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় পৃথক আরেকটি অভিযোগ দাখিল করা হয়েছে। তবে পুলিশ বলছে, ফাঁড়ির মধ্যে মারপিটের অভিযোগ সঠিক নয়।

দক্ষিণকাটিয়া এলাকার বাসিন্দা আলহাজ¦ গোলাম মোস্তফা জানান, আমার বাড়ির প্রাচীরের সঙ্গে লাগিয়ে পিলার নির্মাণ করছে আনারুল ঢালী। পিলারটি একটু সরিয়ে নির্মাণের অনুরোধ করলে মারপিটের হুমকি দেয়। এরপর ঘটনাটি পাশর্^বর্তী পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে ফাঁড়িতে উপস্থিত হওয়ার কথা জানান। এরপর মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফাঁড়িতে আমি ও আমার দুই ছেলে উপস্থিত হওয়ার পর ফাঁড়ির অফিস রুমের মধ্যেই আমাদের মারপিট করা হয়। মারপিট করেন আনারুল ইসলাম, আব্দুর রহমান, শাহেদ, শাহিনসহ অজ্ঞাত একজন। তারা স্থানীয় এই এলাকার বাসিন্দা।

তিনি জানান, মারপিট করার সময় ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। বরং বুধবার (২৭ অক্টোবর) এখনো পিলার নির্মাণ অব্যাহত রেখেছে। এ ঘটনায় আমি সদর থানায় পুনঃরায় অভিযোগ দাখিল করেছি।কাটিয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মিজানুর রহমান বলেন, সকালে পুলিশ পাঠিয়ে নির্মাণাধীন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ফাঁড়ির মধ্যেই মারপিট করার অভিযোগটি সঠিক নয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *