আজহারুল ইসলাম সাদীঃ শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ ৩দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশন (ম্যাটস) সাতক্ষীরা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা জেলার নলতাস্থ মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সামনে (সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ধারে) অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন সাতক্ষীরার সমন্বয়ক মুহাজিদুল ইসলাম, সহ-সমন্বয়ক মাছুম বিল্লাহ, শিক্ষার্থী দিশা, মীম, মাহফুজ, মনিরা প্রমুখ। এসম বক্তারা বলেন, করোনা মহামারিতে ১৫ মাস ধরে ম্যাস্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, অনেকেই মানসিকভাবে অসুস্থ্য হয়ে পড়ছে। মেডিকেল শিক্ষার মধ্যে ম্যাস্ট্ কোর্স গুরুত্বপূর্ণ। কিন্তু ১৫ মাস বন্ধ থাকায় হাজার হাজার শিক্ষার্থী হতাশাগ্রস্থ। এছাড়া শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও বেসরকারি ম্যাটসে সেমিস্টার ফি, টিউশনফি শিক্ষার্থীদের প্রদান করতে হচ্ছে। তারা অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে ম্যাটস শিক্ষা প্রতিষ্ঠান, খোলা, জন ২০২০ সাপ্লিমেন্ট পরীক্ষার রেজাল্ট অবিলম্বে প্রকাশ এবং ডিসেম্বর ২০১৮ ইং সনের পরীক্ষার পাশকৃত শিক্ষার্থীদের মূল সনদ অতিদ্রুত প্রদানের দাবি জানান। পরবর্তীতে সাতক্ষীরা ম্যাটসের অধ্যক্ষের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *