সমাজের আলো : ২৫ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঘোনা বিজিবি ক্যাম্পের সদস্যরা। গত ১৯ অক্টোবর বুধবার রাত ২ টারদিকে উক্ত মাদক ও আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম খোকন (৩২)। তার বাবার নাম হযরত আলী।
সে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের বাসিন্দা। জানাযায় ঘোনা বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদ পায় যে এক ব্যক্তি ফেন্সিডিল নিয়ে ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে ঘোনা ক্যাম্পপাড়ায় অপেক্ষা করছে। এ সময় ঘোনা বিজিবি সদস্যরা তাকে হাতে নাতে আটক করে। আটককৃত খোকনের নামে থানায় মামলা হয়েছে

