কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় বিসিআইসি সার ডিলাররা নির্ধারিত ইউনিয়নে সার বিক্রয় না করায় কৃষকরা সার কিনতে গিয়ে বিপাকে পড়ছেন। সেই সাথে ভ্যান ভাড়া করে অতিরিক্ত টাকা খরচ করে কলারোয়া বাজার থেকে সার কিনতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে কৃষকদের। জানা গেছে-কলারোয়া পৌরসভা সহ উপজেলার ১২টি ইউনিয়নে ১৩টি সরকারী বিসিআইসি ডিলার নিয়োগ রয়েছে। এর মধ্যে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা বাজারের ডিলার মেসার্স রহমতুল্লাহ। তিনি তার ইউনিয়নে সার বিক্রয় না করে কলারোয়া বাজারের শ্রীপতিপুরে গোডাউন করে সেখানে বসে সার বিক্রয় করছেন। একই ভাবে লাঙ্গলঝাড়ার ডিলার মেসার্স আরবিএল কন্সট্রাকশান। তিনি কলারোয়া বাজারের কোল্ডষ্টোরের পাশের্^ গোডাউন করে সার বিক্রয় করছেন। কেঁড়াগাছি ইউনিয়নের ডিলার মেসার্স আজিজুর রহমান। তিনি কলারোয়া বাজারের হাসপাতাল রোড়ে নিজ বাসা বাড়ীতে গোডাউন করে সার বিক্রয় করছেন। হেলাতলা ইউনিয়নের ডিলার মেসার্স আশরাফ আলী। তিনি কলারোয়া বাজারের হাসপাতাল সড়কে সার বিক্রয় করছেন। দেয়াড়া ইউনিয়নের ডিলার উচ্ছাস এন্টারপ্রাইজ। তিনি কলারোয়া বাজারের বেত্রাবতী হাইস্কুল সংলগ্ন সরসকাটি রোড়ে গোডাউন করে সার বিক্রয় করছেন। আর এই ডিলারগণ তাদের নির্ধারিত ইউনিয়নে সার বিক্রয় না করার কারণে এলাকার কৃষকরা সার কিনতে গিয়ে ব্যাপক ভাবে হয়রানী




Leave a Reply

Your email address will not be published.