সমাজের আলো : সাতক্ষীরা সদরের চুপড়িয়ায় গ্রামের জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির সাথে অবৈধ সম্পর্কের অপবাদ দেওয়ায় তিন সন্তানের জননী আত্মহত্যা করার পর সাতক্ষীরা আমলী আদালত-১ এ মামলা করায় বাদি বিপাকে পড়ে মামলা তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৪ আগস্ট সদর উপজেলার রামেডাঙ্গা গ্রামের ঋষিপাড়া এলাকায় রঞ্জন দাসের বাড়িতে আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহননকারী গৃহবধূ হলেন রামেডাঙ্গা গ্রামের ঋষিপাড়া এলাকার রঞ্জন দাসের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

এঘটনায় আদালতে মামলা হলে জাহাঙ্গীর আলম ও তার লোকজন ওই গৃহবধূর পরিবারকে মামলা না করার জন্য নানা ধরনের ভয়ভীতি দেখায়। গৃহবধূর পরিবারকে পুলিশ মামলা করতে বললেও মৃত্যুর কারণ অজ্ঞাত দেখিয়ে বিষয়টি ম্যানেজ করে ফেলে জাহাঙ্গীর আলম ও তার লোকজন। বিশেষ করে আত্মহননকারীর পরিবার সংখ্যালঘু হওয়ায় প্রভাবশালী জাহাঙ্গীর আলম ও তার লোকজনের ভয়ে ওই দিন গৃহবধূর পরিবার থানায় মামলা করতে সাহস পায়নি।

রঞ্জন দাস জানান, জাহাঙ্গীর আলম ও তার লোকজনের হুমকির ভয়ে থানায় মামলা করতে না পারায় পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ পহেলা সেপ্টেম্বর রঞ্জন দাস বাদি হয়ে চুপড়িয়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলমকে আসামী করে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত-১ এ আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করে। মামলাটি পিবিআইতে তদন্ত নির্দেশ দেন আদালত। কিন্তু আদালতের মামলা করার পর থেকেই মামলা তুলে নিতে জাহাঙ্গীর আলম ও তার লোকজন রঞ্জন দাসকে যেখানে সেখানে পেয়ে নানা ধরনের ভয়ভীতি হুমকি দিতে থাকে। জাহাঙ্গীর আলম ও তার লোকজনের হুমকির ভয়ে দায়ের করা আদালতের মামলাটি বাধ্য হয়ে রঞ্জন দাস তুলে নেয় বলে জানান। তবে এ বিষয়ে প্রতিবেদকের কাছে অভিযোগ দেওয়ায় জাহাঙ্গীর আলম ও তার লোকজন রঞ্জন দাসকে হুমকি দিচ্ছে। তাদের হুমকির ভয়ে রঞ্জন দাস ও তার পুত্র কন্যাকে নিয়ে এখনো নিরাপত্তাহীতা ভুগছেন বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, রামেডাঙ্গা গ্রামের রিশিপাড়ার রঞ্জন দাসের স্ত্রী সাথে চুপড়িয়া গ্রামের নাছির উদ্দীন গাজীর বিবাহিত ছেলে জাহাঙ্গীর আলমের সর্ম্পক ছিল এবং ঘটনার দিন বিষয়টি সত্য। এছাড়াও জাহাঙ্গীর আলম এ রকম ঘটনা ঘটিয়ে বহু সংসার ভেঙেছে। প্রশাসনের কাছে দাবি এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত।

রামেরডাঙ্গার মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, দায়ের করা আদালতের মামলাটি রঞ্জন দাস তুলে নিয়েছে শুনেছি। তবে এতবড় ঘটনায় কেন মামলা তুলে নিলো বিষয়টি আমি কিছু জানি না।

চুপড়িয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জানান, এতবড় ঘটনায় বাদি কেন মামলা তুলে নিলো বিষয়টি জানা নেই। তবে এ ঘটনায় আইনের আওতায় এনে দোষীদের বিচার হওয়া উচিত।
জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রঞ্জন দাসের স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা হতো, তার সাথে কোনো সম্পর্ক ছিল না।
এবিষয়ে সদর থানার পুলিশ এসআই (তদন্ত কর্মকর্তা) আব্বাস বলেন, ওই মহিলার আত্মহত্যার খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে। তার শরীরের দাগের চিহ্ন ও ফোলা দাগ পাওয়া গেছে। এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি ও বিচারের দাবি জানিয়েছেন রঞ্জন দাসের পরিবার ও এলাকাবাসি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *