শহিদ জয়, যশোর: যশোর পৌরসভার ৫নং ওয়ার্ড স্টেডিয়াম পাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। শনিবার রাতে আঞ্চলিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, করোনার এই ক্রান্তিকালে পুলিশ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা জাতি চিরদিন মনে রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান আইজিপি ড. বেনজির আহমেদ পুলিশ বিভাগকে অত্যন্ত দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। এখন পুলিশ বিভাগকে আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। পুলিশকে আরো জনবান্ধন জনঘনিষ্ঠ করতে সরকার কাজ করে যাচ্ছে। মতবিনিময় কালে তিনি স্টেডিয়াম পাড়াকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করার ঘোষণা দেন। এসব অপকর্মের সঙ্গে যুক্তদের ব্যাপারে তিনি কড়া হুশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান স্টেডিয়াম পাড়া এলাকায় স্থাপিত ২০টি সিসি ক্যামেরা পরিদর্শন করেন। খুব শিগগিরই যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এই সিসি ক্যামেরার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

৫নং ওয়ার্ড স্টেডিয়াম পাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির সভাপতি অ্যাড. বদরুদ্দোজা বদর’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুরাতন কসবা ফাঁড়ির ইনচার্জ সুকুমার কুন্ডু, কমিউনিটি পুলিশিং ফোরাম আঞ্চলিক কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ লিল্লু, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আহমেদ বাবু, দপ্তর সম্পাদক মুয়িদ হোসেন সুমন, প্রচার সম্পাদক আহম্মেদ উল্লাহ তোহা, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সদস্য গোলাম মোর্শেদ লিন্টু, শেখ তৌফিক ইকবাল, মো. জলিলুর রহমান, জাফর ইকবাল, মোজাফফর হোসেন টিপু, সুজা উদ্দিন আহমেদ খান, মুয়াজ্জিন হোসেন লাভলু, শামীম হোসেন মিঠু, উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন, তাহাজ্জুত হোসেন মোল্লা, মো. মোসাদ্দেক, আবুল কালাম আজাদ, মো. শরিফুল ইসলাম, মো. নুরুল হক প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.