আলতাপ হোসেন লাল্টু অস্ট্রেলিয়া সিডনি থেকে:  আমি তাঁর ফোন টা রিসিভ করেই একটু বিস্মিত হয়ে জানতে চাইলাম কি ঘটেছে । ওপাশে উনি বললেন আমার রেগুলার একটা চেকপঅ্যাপ তিন মাস পার হয়েছে তাই। যাহোক দিনক্ষন ঠিক করে দেখাতে এলাম । বাঁধসাধলো কাউন্টার ।বলছে মাস্ক বাধ্যতামূলক নয়তো ডাঃ দেখানো যাবে না । বললাম আমার কফ্ বা ঐ জাতীয় কিছু হয়ই না । বললো কিছু ই করার নেই । অগত্যা ক্রয় করে ফিরলাম কয়েকটি একসাথে । কাউন্টারে বসে আছি এমন সময় অশীতিপর অস্ট্রেলিয়ান ভদ্রলোক স্ত্রী সহ এসেছেন । স্ত্রীর মাস্ক নেই । দ্রুত আসন ছেড়ে সংগ্রহে থাকা একটি দিয়ে দিলাম । অসম্ভব কৃতজ্ঞতা দেখিয়ে ওপাশে বসে পড়লেন । কিছু পরেই আবার উনি উঠে এসে ধন্যবাদ জানিয়ে গেলেন। আমার মতামত সময় কে গুরুত্ব দিয়ে জীবন কে বিন্যস পৃথিবী ব্যপি। তা যে জাতি যতো বেশি উপলব্ধি ও গন্য করেছে তারাই এগিয়ে । ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাআল্লাহ ।




Leave a Reply

Your email address will not be published.