সমাজের আলো। ।করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ বুথ। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে যা গত সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১ মে ৫৭১ জনের দেহে এবং ২৮ এপ্রিল ৫৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এছাড়া গত ১৬ জানুয়ারি শনাক্ত হন ৫৭৮ জন। সেই হিসাবে গত আড়ে আট মাসের মধ্যে আজ সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯৪ জন। নতুন করে ৪৫৪ জন শনাক্তসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন। শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৪১৪ জন।

