সমাজের আলো। ।সভ্যতার আলো পৃথিবীর অনেক জায়গায় এখনো পৌঁছায়নি। এর প্রমাণ মেলে নানান দেশের আদিবাসীদের জীবন-যাপনে। তাদের আচার আচরণ দেখলে রীতিমতো তাজ্জব বনে যাবেন আপনিও। ভারতীয় উপমহাদেশে অনেক আদিবাসী গোষ্ঠী রয়েছে। যাদের ভাষা, সংস্কৃতি কোনো কিছুর সঙ্গেই মিল নেই ভারতের। এ যেন আলোর নিচে আঁধার। আধুনিকতার প্রতিযোগিতায় বিশ্বের প্রায় সবদেশই মোটামুটি তাল মিলিয়ে চলছে। তবে এই পিছিয়ে পড়া গোষ্ঠীগুলোকে স্রোতের অনুকূলে আনা কষ্টকর বটে! তাদের প্রত্যেকেরই বিভিন্ন ধরনের আদব কায়দা আছে। অনেকেরই জীবন-যাপনের পদ্ধতি দেখে আমরা তথাকথিত সভ্য জগতের মানুষেরা বিস্মিত হয়ে যাই। আমাদের কাছে যা অস্বাভাবিক সেগুলোই বিশ্বের বিভিন্ন দেশে ঘটা করে পালন হয়। তেমনি আফ্রিকা মহাদেশের দক্ষিণ সুদান দেশটির এক বৃহৎ আদিবাসী সম্প্রদায়। এই দেশের বেশিরভাগ মানুষই এই উপজাতির অংশ।




Leave a Reply

Your email address will not be published.