রাকিবুল হাসান : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্যারেজ বাজারে চোখে মিলছে মুক্তভাবে অতিথি পাখি শিকার করা খাঁচা /ফাঁদ বিক্রিয় করা হচ্ছে। শীত শুরুতেই অতিথি পাখির আগমন শুরু হয়েছে।খাল-বিল ও চিংড়ি ঘেরে পাখিদের ডাক শোনা যাচ্ছে। ঠিক এমন সময় অতিথি পাখি শিকারে এলাকার শিকারীরা তৎপর হয়ে উঠেছে। ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের নুরুল ইসলাম সবজি ব্যবসায়ী , পাশাপাশি শীত শুরু হলে এই পাখিমারা খাঁচা তিনি বিক্রি করেন। গত ৪ বছর যাবৎ বিভিন্ন পাখি মারার খাঁচা তৈরি করে বাড়ি থেকে বিক্রি করেন। নরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন আমি বাজারে দেখানোর জন্য নিয়ে আসছি, পাখিমারা খাঁচা/ ফাঁদ গুলি বাড়ি থেকে বিক্রি হয় । এ বিষয়ে গ্যারেজ বাজার কমিটির সভাপতি মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল বলেন, পাখিমারা এবং মারার জন্য উপকরণ বিক্রি করা দন্ডনীয় অপরাধ। আমি বাজারে এসে বিষয়টি দেখে নিষেধ করব যাতে কেউ পাখি মারার জন্য উদ্বুদ্ধ না হয়। গ্যারেজ বাজারে এই ধরনের অবৈধ জিনিস বিক্রয় করা যাবে না। স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিত্ব পরিবেশ কর্মী আবদুল্লাহ আল মামুন বলেন, আমি তাকে নিষেধ করে দিয়েছি এই বাজারে আর কোনদিন পাখিমারা ফাঁদ সহ অবৈধ জিনিস বিক্রি করলে প্রশাসনকে অবহিত করব। উপকূল এক্সপ্রেস নামে পরিচিত, পরিবেশ ও জলবায়ু কর্মী শাহী…




Leave a Reply

Your email address will not be published.