সমাজের আলো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই শিক্ষক নিজেই এই তথ্য জানিয়েছেন। পেজে দেওয়া এক স্ট্যাটাসে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘শনিবার থেকে জ্বর ছিল। গতকাল সোমবার টেস্ট করে জানলাম আমার করোনা পজিটিভ। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবো।’ ১৯৬৬ সালের ১২ জানুয়ারি ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন ডা. আসিফ নজরুল। ১৯৯৪ সালে পিএইচডি করতে লন্ডনে যান। সেখান থেকে ১৯৯৯ সালে দেশে ফেরার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি কলামিস্ট ও টিভি টকশোর আলোচক হিসেবে খ্যাতি অর্জন করেন।



Leave a Reply

Your email address will not be published.