সমাজের আলো: করোনা সঙ্কটে বেশিরভাগ শপিংমল বন্ধ। তাই ঈদ কেনাকাটায় অনলাইন হতে পারে বড় ভরসার জায়গা। সংক্রমণের ঝুঁকি ছাড়াই পছন্দের পণ্য পাবেন ক্রেতারা। ফ্যাশন হাউজগুলো বলছে, অনলাইন কেনাকাটায় ক্রেতা-বিক্রেতা দু’পক্ষই উপকৃত হবেন। আর অর্থনীতিবিদরা বলছেন, অনলাইন কেনাকাটায় সচল থাকবে অর্থনীতির চাকা, ঘুরে দাড়াঁবার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। করোনা সঙ্কটে পাল্টে গেছে মানুষের জীবনযাত্রা। সামাজিক নানা বিধি-নিষেধে অনেকটা বন্দি জীবন কাটছে নগরবাসীর। তাই এবার অন্যরকম ঈদ আসবে সবার ঘরে। প্রিয়জনদের জন্য কেনাকাটার ঈচ্ছা থাকলেও উপায় নেই। কারণ বেশিরভাগ শপিংমল ও বিপনীবিতান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে, যারা কেনাকাটায় আগ্রহী তাদের জন্য বড় প্লাটফর্ম অনলাইন শপিং বা ই-মার্কেট।

ক্রেতা ও বিক্রেতাদের কথা ভেবে বাংলাদেশের বেশিরভাগ ফ্যাশন হাউজ চালু করেছে অনলাইন কেনা-বেচা। ফ্যাশন হাউজের পেজগুলোতে পছন্দের পণ্য অর্ডার করতে পারবেন ক্রেতারা। আর সেটি নিজ দায়িত্বে ক্রেতার ঘরে পৌঁছে দেবেন বিক্রেতা। কেনাকাটায় রয়েছে বিভিন্ন অফার, অনলাই পেমেন্ট ও ডেলিভারীর তথ্য। করোনার ছোবলে অনেকটাই স্থবির হয়ে পড়েছে দেশের অর্থনীতি। সেটিকে সচল করতে ভূমিকা রাখতে পারে ই-মার্কেট বা অনলাইন শপিং। অর্থনীতিবদিরা বলছেন, অনলাইন কেনাকাটায় ক্রেতা-বিক্রেতা উভয়েরই সুরক্ষা নিশ্চিত হবে। অনলাইন কেনাকাটার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে মার্কেট থেকেও কেনার সুযোগ রয়েছে নগরবাসীর।




Leave a Reply

Your email address will not be published.