সমাজের আলো : অনেকটা কমান্ডো স্টাইলে চট্টগ্রামের কতোয়ালি থানা পুলিশ নরসিংদী থেকে মঙ্গলবার সকালে গ্রেফতার করে নিয়ে গেছে চট্টগ্রাম কারাগার থেকে পালানো রুবেলকে। গ্রেফতার হওয়া রুবেলের ডাক নাম ফরহাদ। বাবার নাম শুক্কুর মিয়া, মায়ের নাম কারিমা। জন্মস্থান নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের মীরকান্দি গ্রামে। জন্ম নরসিংদীতে হলেও শৈশবের পর তার বাবার সঙ্গে চট্টগ্রামে বেড়ে উঠেন। চট্টগ্রামেই তার অপরাধ জগতে প্রবেশ। চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে রুবেল সরাসরি শনিবার গভীর রাতে চলে আসে নরসিংদী । আশ্রয় নেয় তার ফুফুর বাড়ি আদিয়াবাদে। সেটি হলো নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড-এর কান্দাপাড়া এলাকায়। তার ফুফুর নাম সূর্যবান এবং ফুফার নাম ফারুক মিয়া। তারা বলেন, গত শনিবার রাত ১২টার দিকে রুবেল আমাদের ঘরে আশ্রয় নেয়। রুবেল যখন তাদের ঘরে উঠে তখন সে অনেকটাই অসুস্থ। একটি পা ফুলা, শরীরে জ্বর ছিল। অপরাধ যা-ই হোক কোনো আত্মীয়র বাড়িতে কেউ আশ্রয় চাইলে ফিরিয়ে দেয়াটা অনেকটাই অমানবিক, এমনটা ভেবেই আমরা রুবেলকে আমাদের ঘরে আশ্রয় দিয়েছি। তিন রাত পার না হতেই আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তাকে ধরে নিয়ে গেছে। একটি হত্যা মামলায় গত ৬ ফেব্রুয়ারি রাতে নগরীর ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের ‘পানিশমেন্ট’ ওয়ার্ডে ছিল রুবেল। শনিবার সকালে বন্দিদের রোলকল করার সময় কারা কর্তৃপক্ষের নজরে আসে রুবেলের অনুপস্থিতি। এরপর এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় প্রথমে জিডি ও পরবর্তীতে মামলা করেন কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান। পরে রোববার এ ঘটনায় জেলার রফিকুল ইসলামকে প্রত্যাহার ও দুই কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে খুলনা রেঞ্জের ডিআইজিকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এছাড়া চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ডিসির নির্দেশে তিন সদস্যের আরো একটি কমিটি গঠন করা হয়। এদিকে সোমবার রাতে কমিটির প্রধান ও খুলনা বিভাগের ডিআইজি (প্রিজন) ছগীর মিয়া জানান, ঘটনার দিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নেন রুবেল। এরপর কর্ণফুলী ভবনের নিচতলা দিয়ে বের হয়ে কারাগারের ফাঁসির মঞ্চের পাশে নির্মাণাধীন একটি চারতলা ভবন থেকে কারাগারের সীমানা দেয়ালের বাইরে লাফ দেন। কারাগারের সেলের একাধিক সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এ তথ্য উঠে আসে বলে জানান তিনি। তিনি আরো জানান, রুবেলের দেয়াল টপকে পালানোর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে এ কাজে তাকে কেউ সহযোগিতা করেছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *