সমাজের আলো : বিএনপির সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, গত সাত-আট মাস ধরে তিনি যখনেই দেশের বাইরে যান, বিমান বন্দরে তাকে বাধা দেওয়া হয়। আজ শনিবার জাতীয় সংসদকে এ কথা জানিয়েছেন তিনি।
আজ পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংরক্ষিত আসনের এই এমপি জানান, গত কয়েক বছর ধরে তিনি দেশের বাইরে যাওয়ার সময় প্রতিবার বিমানবন্দর পুলিশ তাকে আটকে রাখে। কোনো অভিযোগ ছাড়াই থানায় দুই আড়াই ঘণ্টা করে আটকে রাখা হয়।
তিনি আরও জানান, কয়েকবার তিনি বিদেশ যেতে বাধা পাওয়ার কারণে ২০১৭ সালে সুপ্রিম কোর্টে একটি রিট করেন। কিন্তু আদালতের আদেশের পরও তাকে বাধা দেওয়া হচ্ছে। দীর্ঘসময় আটকে রাখার কারণে অনেকবার বিমানের ফ্লাইট মিস করেছেন বলেও জানান তিনি।রুমিন ফারহানা বলেন, ‘যেখানে দেশ থেকে বড় বড় অপরাধীরা বিমানবন্দর দিয়ে পালিয়ে যায়, তখন পুলিশ দেখে না। কিন্তু একজন বিরোধী দলীয় সংসদ সদস্যকে তারা হেনস্তা করে।’




Leave a Reply

Your email address will not be published.