সমাজের আলো : চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের বহু প্রাণহানির ঘটনাকে নাশকতা বলে দাবি করেছেন বিএম কন্টেইনার ডিপোর কর্তৃপক্ষ।ঘটনার তিন দিনের মাথায় সোমবার (৬ জুন) পুরো ঘটনাকে নাশকতা বলে দাবি করছেন তারা। তবে কারা এ নাশকতা ঘটিয়েছে, কিংবা কেনো ঘটিয়েছে তা তারা নিশ্চিত করে বলতে পারছেন না।

ঘটনার পর থেকে বিএম কন্টেইনার ডিপোর মালিকপক্ষের দেখা মিলছিল না। বিশেষ করে ক্ষতিকর বিস্ফোরক হাইড্রোজেন পারক্সাইডে আগুনের সূত্রপাত। কিন্তু ফায়ার সার্ভিসকে মূলতথ্য আড়াল করে ভুল তথ্যের কারণে বিস্ফোরণ এবং এতো হতাহতের ঘটনার পর মালিকপক্ষ গা ঢাকা দেয়।তবে ঘটনার তিন দিনের মাথায় এসে কন্টেইনার ডিপোর মালিকানা প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের পরিচালক আজিজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী পুরো ঘটনাকে নাশকতা বলে দাবি করছেন। এমনকি নিজেদের দায় স্বীকার করতেও রাজি নন তারা।




Leave a Reply

Your email address will not be published.