হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা নির্বাচন থেকে অবশেষে বাংলাদেশ জামাত ইসলামীর তিন প্রার্থী নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করলেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনে জামাতের প্রার্থীরা রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদনের মাধ্যমে প্রত্যাহার করেন। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, জামাতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান ও উপজেলা জামাতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তাই সেটি মেনেই দলের তিনজনই দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেন। জামাতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুর রউফ ও অপর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়নব পারভীন এবার বেশ শক্ত প্রার্থী ছিলেন বলে উপজেলা জুড়ে জনশ্রতি আছে। এ নির্বাচনে আগামী ২৩ এপ্রিল প্রতীক বরাদ্ধের পর থেকে প্রার্থীদের প্রচার প্রচারনা তুঙ্গে তুলবেন নিজ নিজ প্রতীক জানান দিতে।




Leave a Reply

Your email address will not be published.