সমাজের আলো: কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হবার পর বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার বিষয়টি আবারো আলোচনায় এসেছে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর কথিত ক্রসফায়ার, এনকাউন্টার বা বন্দুক যুদ্ধের নামে এবং নিরাপত্তা হেফাজতে বিচার বহির্ভূত হত্যা নিয়ে বিতর্ক এবং সমালোচনা দীর্ঘদিনের। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্যে গত প্রায় দুই দশকে বাংলাদেশে ৪ হাজারের বেশি মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যে চলতি বছরে এ পর্যন্ত ২০৭ জন ব্যক্তি বিনা বিচারে হত্যার শিকার হয়েছেন।  অধিকাংশ ঘটনার সাথে পুলিশ আর র‍্যাব সদস্যরা জড়িত থাকলেও যৌথবাহিনী, সেনাবাহিনী, বিজিবি, গোয়েন্দা পুলিশ, কোস্টগার্ড, আনসারসহ বিনা বিচারে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বাংলাদেশে প্রায় সবগুলো বাহিনীর বিরুদ্ধেই। বাংলাদেশে গত বিশ বছরে ক্ষমতাসীন সব সরকারের আমলেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের নিনা গোস্বামী বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ কেউ কোনো সরকার। “বাংলাদেশে একটা সংস্কৃতি দাঁড়িয়ে গেছে বিচার বহির্ভূত হত্যার। কোনো সময়ই আমরা এটার লাগাম টেনে ধরার সদিচ্ছা কখনোই দেখিনি। এটাকে বরং আমরা দেখি অন্য দেশে হচ্ছে, অন্যদেশে পুলিশ করছে এরকম বিচ্ছিন্ন দুএকটা উদাহরণ টেনে আনা হচ্ছে।”  তিনি বলেন, “কিন্তু আমাদের দেশে এটা নিয়মিত হচ্ছে! শিকার হচ্ছে সাধারণ মানুষ। মাদক নিয়ন্ত্রণের নামে ২০১৮ সাল থেকে যেভাবে অভিযান হচ্ছে, বিচার বহির্ভূত হত্যা হয়েছে তাতে মাদক কি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে?”  “প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটাবে তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে। তা নাহলে কখনোই আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কোনো একটা উদাহরণ দিয়ে কোনো দেশের উদাহরণ দিয়ে এটাকে জাস্টিফাই করার সুযোগ নাই।”  বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার নতুন ধারার সূচনা হয় এ শতকের প্রথম দিকে বিএনপি সরকারের সময়। ২০০২ সালে ‘অপারেশন ক্লিনহার্ট’ নামের অভিযানে অনেকে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এরপর র‍্যাব প্রতিষ্ঠার পর কথিত ক্রসফায়ারে নিহত হন বহু মানুষ। মানবাধিকার সংস্থা অধিকার’র তথ্যে বিএনপি সরকারের ২০০২-০৬ সালে মোট ১ হাজার ১৫৫ জন ব্যক্তি বিনা বিচার হত্যার শিকার হন। এরপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭-০৮ এই দুই বছরে ৩৩৩ জন একইরকম হত্যাকাণ্ডের শিকার। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের এ পর্যন্ত অন্তত আড়াই হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *