সমাজের আলো : উইন্ডিজ ইনিংসের শুরুতেই বল হাতে আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে দলীয় ১১ রানে প্রথম উইকেট খোয়ায় ওয়েস্ট ইন্ডিজ। ৪.৪তম ওভারে ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেলকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ১৫ বলে ৩ রান করেন ক্যাম্পবেল। দলকে দ্বিতীয় উইকেটও এনে দিলেন মোস্তাফিজ। নিজের ষষ্ঠ ওভারের শেষ বলে দলীয় ২৪ রানে ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডাউন ব্যাটসম্যান শাইন মোজলেকে সাজঘরে ফেরান বাংলাদেশের ‘কাটার মাস্টার’। ২৩ বল খেলে ২ রান করেন মোজলে। এর আগে মেদেহী হাসান মিরাজের দারুণ সেঞ্চুরিতে ৪৩০ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। আট নম্বরে ব্যাট হাতে ১০৩ রানের অসাধারণ ইনিংস খেলেন মিরাজ। ১৬৮ বলের ইনিংসে মিরাজ হাঁকান ১৩টি বাউন্ডারি। সাকিব আল হাসান ৬৮ ও ওপেনার সাদমান ইসলাম অনিক করেন ৫৯ রান।




Leave a Reply

Your email address will not be published.