সমাজের আলো : বাসার সিঁড়ির পাশে সকাল থেকেই অসুস্থ হয়ে পড়ে আছেন বয়োবৃদ্ধ অরুণ দে (৭৫)। অসহায় হয়ে সিঁড়ির নিচেই কাতরাচ্ছিলেন তিনি। বাসার ভেতরে পুত্রবধূ থাকলেও বাঁচানোর জন্য এগিয়ে আসেননি। ছেলেমেয়েদের কাছে তাদের বাবার এমন অসুস্থতা ও অসহায়ত্বের খবর পৌঁছালেও তারা কোনো সাড়া দেয়নি। শহরের পুরাতন হাসপাতাল রোডের শাহ মোস্তফা মঞ্জিলের ওই বাসাতে বয়োবৃদ্ধ অরুণ দে’র এমন অসহায়ত্বের দৃশ্য দেখে এগিয়ে আসেন পরিবার পরিকল্পনা পরিদর্শক অজয় রায়। তিনি বয়োবৃদ্ধের এমন অসহায়ত্ব দেখে ৯৯৯ ফোন দেন। খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মশিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।সেই সঙ্গে চিকিৎসার দায়িত্বভারও গ্রহণ করেন। জানা যায়, বয়োবৃদ্ধ অরুণ দে (৭৫) দীর্ঘদিন শহরের ম্যানেজার স্টলের মিষ্টির দোকানের কারিগর ছিলেন। ব্যক্তি জীবনে তার দুই ছেলে। বিপ্লব দে ও অর্জুন দে। আর রিতা দে নামীয় এক কন্যা সন্তান রয়েছেন। ছোট ছেলে অর্জুন তার স্ত্রী-সন্তানকে রেখে প্রায় ১০ বছর আগে মৃত্যুবরণ করে। সেখানেই তিনি দীর্ঘ প্রায় ২২ বছর থেকে বসবাস করে আসছেন। আর বড় ছেলে বিপ্লব সুনামগঞ্জে স্বর্ণের কারিগর হিসেবে কাজ করেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন শহরের সৈয়ারপুর এলাকায়। মেয়ের জামাই শহরের একটি জুয়েলারি শপের ম্যানেজার। ছেলেমেয়েরা সবাই স্ত্রী, জামাতা ও সন্তান নিয়ে বসবাস করলেও সেখানে ঠাঁই হচ্ছে না তাদের বাবার। তাদের বাবার এই করুণ সময়ে সবার সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের আর্থিক অসঙ্গতি দেখিয়ে বাবার দায়িত্বভার নিতে অপারগতা প্রকাশ করেন। এই ঘটনাটি লোকমুখে ছড়ালে পিতার প্রতি সন্তানদের এমন অবহেলায় হতবাক হচ্ছেন সবাই। যে পরিবারের জন্য সারা জীবন রক্ত ঘাম করেছেন সেই পরিবারেই শেষ বয়সে বোঝা হয়েছেন বাবা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *