যশোর প্রতিনিধি :  হত্যা,অস্ত্র,মাদক চাদাবাজিসহ দেড় ডজন মামলার পলাতক আসামি হাফিজুর রহমান রুবেল ওরফে কানা রুবেলকে গ্রেফতার করেছে যশোর কোতয়ালী থানার চৌকস কর্মকর্তা পুলিশের এএস আই মিরাজ খান।শনিবার গভীর রাতে যশোর শহরের খড়কী এলাকার তাহেরের চায়ের দোকানের সমনে থেকে থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ক্যাডার হাফিজুর রহমান রুবেল ওরেফে কানা রুবেল, যশোর শহরের আরএন রোডের আব্দুর রহমানের ছেলে।কোতোয়ালি থানার এএসআই মিরাজ খান সাংবাদিকদের বলেন, হাফিজুর রহমান রুবেল ওরফে কানা রুবেল যশোরে বহুল আলোচিত তালিকাভুক্ত সন্ত্রাসী, অস্ত্রধারী চাঁদাবাজ হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় চাঁদাবাজী, হত্যা,অস্ত্র,মাদকসহ দেড় ডজন মামলা রয়েছে। এছাড়াও যশেরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা রুবেলকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার খড়কি থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.