সমাজের আলো: নিয়মিত জ্ঞান চর্চা ও নিজেকে তৈরি করার মাধ্যমে উন্নত দেশের উপযোগী পুলিশ হওয়ার জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘আমরা অসৎ, অদক্ষ পুলিশ সদস্য চাই না। আমরা পুলিশে পরিবর্তন নিয়ে আসতে চাই। নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন একজন পেশাদার পুলিশ অফিসার হিসেবে আজই তোমাদের জন্ম হয়েছে। তোমরা এক বছরের দীর্ঘ প্রশিক্ষণ শেষ করেছ, তোমাদেরকে যেতে হবে বহুদূর।’আজ শনিবার দুপুরে রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমির চেমনি মিলনায়তনে ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস এএসপিদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, ‘আমরা এমন পুলিশ কর্মকর্তা চাই যারা দেশের জন্য, সমাজের জন্য পেশাদারিত্বের সাথে কাজ করতে পারবে। জনগণকে সেবা দিতে পারবে। জনগণের পুলিশ হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য, সমাজের জন্য কাজ করতে পারবে।’ ড. বেনজীর আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অত্যন্ত সাফল্য অর্জন করেছে যা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।’ অনুষ্ঠানে শিক্ষানবিস এএসপিদের মধ্যে মো. আবুল হোসেন এবং শেখ সুরাইয়া উর্মি বক্তব্য দেন। পরে আইজিপি শিক্ষানবিস এএসপিদের মাঝে সনদ বিতরণ করেন। আইজিপি তার পক্ষ থেকে ছয়জন শিক্ষানবিস কর্মকর্তাকে বিশেষ সনদ প্রদান করেন যারা বছরব্যাপী প্রশিক্ষণকালীন সময়ে একদিনও গ্রাউন্ডে এবং প্রশিক্ষণ ক্লাসে অনুপস্থিত ছিলেন না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *