সমাজের আলো : আগামী ১৮ মার্চ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। এ উপলক্ষে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবারের নির্বাচনে ৪৫৩ জন ভোটার আইনজীবী ভোট প্রদানের মধ্য দিয়ে এক বছরের জন্য কর্যনির্বাহী কমিটির নেতা নির্বাচন করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের মধ্য দিয়ে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন নির্বাচন কমিশন।জানা যায়, ১৮৭২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বর্তমান ভোটার সংখ্যা ৪৫৩ জন।এবারের নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন প্রার্থী। তাঁরা হলেন, জাতীয়তাবদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা কমিটির সাবেক সভাপতি এড. মো: আবুল হোসেন, জেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক বিএম মিজানুর রহমান পিন্টু ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এড. মো: আজহারুল ইসলাম।সহ-সভাপতির ১টি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪ জন প্রার্থী। তাঁরা হলেন-জেলা জাসাসে’র আহবায়ক এড. সৈয়দ এখলেছার আলী বাচ্চু, অতিরিক্ত পিপি এড. আব্দুল বারী, ভিপি ল’ইয়ার এ, কিউ, এম কুদরত-ই-মজিদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এড. মো: গোলাম মোস্তফা।সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন প্রার্থী। তাঁরা হলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এড. আ. ক. ম রেজওয়ান উল্লাহ সবুজ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধ এড. মো: ইউনুচ আলী এবং সদর থানা যুবদলের সাবেক সভাপতি এড. মশিউর রহমান ফারুক।যুগ্ম-সম্পাদকের ১টি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন প্রার্থী। তাঁরা হলেন, এড. মো: জহুরুল হক, এড. শেখ মোস্তাফিজুর রহমান (শাহনওয়াজ) ও মো: সাইদুর রহমান। কোষাধ্যক্ষের ১টি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন প্রার্থী। তারা হলেন, এড. জেড এম আব্দুল্যাহ মামুন, এড. মোল্যা মো: আব্দুস সোবহান মুকুল ও এড. মো: রফিকুল ইসলাম। সহ-সম্পাদক লাইব্রেরীর ১টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ জন প্রার্থী। তাঁরা হলেন, এড. মো: আব্দুল জলিল ও এড. মো: হুমায়ূন কবীর। সহ-সম্পাদক ক্রীড়া ও সংস্কৃতির ১টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন প্রার্থী। তাঁরা হলেন, এড. অসীম কুমার মন্ডল, এড. স ম মমতাজুর রহমান মামুন, এড. আ. ক. ম সামছুদ্দোহা খোকন ও এড. শেখ হুমায়ূন কবীর। সহ-সম্পাদক মহিলা পদে একমাত্র প্রার্থী এড. শাহানা ইমরোজ মনোনয়নপত্র দাখিল করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আইনজীবী সমিতির নারী আইনজীবীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকায় তাঁরা প্রতি বারের ন্যায় এবারও উক্ত পদে একক প্রার্থী দিতে ভুল করেননি।এছাড়া সদস্যের ৩টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, ৮ জন প্রার্থী। তাঁরা হলেন, এড. আছাদুল্যাহ আছাদ, এড. মো: তারিক ইকবাল অপু, এড. মো: নজরুল ইসলাম জীবন, এড. জি, এম ফিরোজ আহমেদ, এড. মো: সাইদুজ্জামান জিকো, এড. সুনীল কুমার ঘোষ, এড. স্বপন কুমার মন্ডল ও এড. ই-জে এম হাসীব।উল্লেখ্য, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির মোট সদস্যের মধ্যে বেশীর ভাগ সদস্যের গ্রামের বাড়ি আশাশুনি উপজেলায় এবং এবারের নির্বাচনেও প্রার্থী হিসেবে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীর স্থায়ী বাড়ী আশাশুনিতে হওয়ায় কার্যনির্বাহী কমিটির বেশীর ভাগ পদে তাঁরা বিজয়ী হবেন বলে ধারনা করছেন অনেক ভোটার আইনজীবী। তবে সব কিছু আশা-আকাংঙ্খারই অবসান ঘটবে আগামী ১৮ মার্চের নির্বাচনে ভোট গননার পর। কে হাসবেন শেষ হাসিটা সময়ই বলে দেবে সেটা।এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন, এড. মো: আব্দুল জলিল (১) এবং কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, এড. কুন্ড তপন কুমার, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. মো: আনিছুর কাদির ময়না ও এড. মো: জিয়াউর রহমান।

