সমাজের আলো: আইপিএলে ম্যাচ পাতানোসহ নানা বিষয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। আইপিএল নিয়ে জুয়া খেলার অভিযোগে কয়েকদিন আগেই ভারতের বিভিন্ন প্রদেশে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কয়েকজন। এবার সে তালিকায় যুক্ত হলেন সাবেক ক্রিকেটার। রঞ্জি ট্রফিতে খেলা মুম্বইয়ের সাবেক ক্রিকেটার রবিন মরিসসহ আরো দুই ব্যাক্তিকে আটক করেছে স্থানীয় পুলিশ। মুম্বইয়ের উত্তর-পশ্চিমের এলাকা ভারসোভায় নিজ বাড়িতে জুয়ার বসিয়েছে রবিন মরিস- এমন অভিযোগের পরই সেখানে হানা দেয় পুলিশ। সেখানে গিয়ে রবিনসহ আরো দুইজনকে গ্রেপ্তারের পাশাপাশি জব্দ করে ল্যাপটপ ও মোবাইল। ভারতের ঘরোয়া ক্রিকেটে ১৯৯৫ থেকে ২০০৭ পর্যন্ত কানাডায় জন্ম নেয়া রবিন খেলেছেন ৪৪ প্রথম শ্রেণীর ও ৫১টি লিস্ট ‘এ’ ম্যাচ। রবিন এর আগেও ম্যাচ পাতানোর অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। গত বছর আল জাজিরার ‘স্টিং অপারেশন’ এ পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান হাসান রাজার সঙ্গে মিলে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিংয়ের পরিকল্পনা করতে দেখা যায়। যদিও পরবর্তীতে রবিন সেই অভিযোগ অস্বীকার করেন।




Leave a Reply

Your email address will not be published.