সমাজের আলো : করোনার কারণে পিছিয়ে যাচ্ছে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে জুন এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে জুলাই বা আগস্টে নেয়া হচ্ছে। অধ্যাদেশ জারি করে নতুন বছর প্রকাশ হবে এইচএসসি ও সমমানের ফল। মাধ্যমিকের নতুন ক্লাসে ওঠা শিক্ষার্থীরা চিরাচরিত প্রথার রোল নম্বরের পরিবর্তে পাবে আইডি নম্বর। প্রাথমিকে রোল নম্বর আগের শ্রেণীরটাই অটুট থাকবে। স্কুলে নতুন পাঠ্যবই বিতরণ হবে ১২ দিন পর্যন্ত। এছাড়া আগামী বছরের এসএসসি ও এইচএসসির পরীক্ষার্থীদের জন্য ফেব্রুয়ারিতে সিমিত সংখ্যক স্কুল-কলেজ খোলার চিন্তাভাবনা চলছে। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি তুলে ধরেছেন করোনার প্রেক্ষাপটে নতুন বছরের জন্য সরকারের নেয়া শিক্ষার দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা ও সিদ্ধান্তের কথা। প্রাথমিক শিক্ষায় নেয়া সিদ্ধান্তের কথা তুলে ধরেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি বলেছেন, আগামী বছরের এসএসসি ও এইচএসসি স্তরের শিক্ষার্থীদের সিলেবাস পুনর্বিন্যস্ত করে এসএসসি পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস এবং এইচএসসি পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত স্কুল-কলেজে নিয়ে ক্লাস করানোর পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, গত ১৬ মার্চ থেকে প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। সিলেবাস কাস্টমাইজ করার কার্যক্রম চলছে। ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের এ বিষয়ে জানাতে পারব। পরের স্তরে যেতে যেগুলো প্রয়োজন, সেগুলো মাথায় রেখে সিলেবাস কাঁটছাট করে ছোট করা হবে, সেটি আমরা জানিয়ে দেব। পরিস্থিতি যদি অনুকূলে থাকে ২০২১ সালের জুন নাগদ এই পরীক্ষা নেয়ার চেষ্টা করব। স্কুলগুলো খুলে দেয়ার চেষ্টা করব। দশম ও দ্বাদশ শ্রেণীতে যেন নতুন সিলেবাসে ক্লাস করে পরীক্ষা দিতে পারে। সিদ্ধান্ত অনুসারে ফেব্রুয়ারির প্রথম দিন এসএসসি ও এপ্রিলের প্রথম দিন শুরু হয় এইচএসসি পরীক্ষা। এ বছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেয়া সম্ভব হলেও দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় এইচএসসি পরীক্ষা আর নেয়া সম্ভব হয়নি। করোনার কারণে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। পরীক্ষার্থীদের জেএসসি এবং এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। তবে সেজন্য একটি অধ্যাদেশ জারি করতে হবে জানিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শীঘ্রই এটি জারি করা হবে। পরীক্ষার ফল সংক্রান্ত আইন রয়েছে, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশের জন্য একটি অধ্যাদেশ জারি করতে হবে। শীঘ্রই এটি জারি করা হবে। আশা করি জানুয়ারির প্রথম সপ্তাহে এটি জারি করতে পারব, এটি জারি করতে পারলেই ফল দিয়ে দেব। মন্ত্রী বলেন, করোনার কারণে এবার বিশেষ পরিস্থিতিতে ফল দেয়া হচ্ছে। ফল নিয়ে যদি কোন শিক্ষার্থী ক্ষুব্ধ হন তাহলে তিনি নিজ শিক্ষা বোর্ডে আবেদন করতে পারবেন। তবে আশা করছি রেজাল্ট নিয়ে কেউ অসন্তুষ্ট হবেন না। শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে এ বছর জেএসসি- জেডিসি পরীক্ষা গ্রহণ করতে পারিনি, সম্ভব হয়নি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নির্দেশনা মোতাবেক স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান এ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন সম্পন্ন করেছে। ইতোমধ্যে শিক্ষাবোর্ডগুলো জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজও সম্পন্ন করেছে। বোর্ডগুলো সব শিক্ষার্থীকে উত্তীর্ণ সনদ দেবে, কিন্তু কোন নম্বরপত্র দেয়া হবে না। আমরা যদিও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, এ্যাসাইনমেন্টের মাধ্যমে কিছুটা মূল্যায়ন করেছি, সে মূল্যায়নপত্রও আমরা সংগ্রহ করব। কিন্তু আমরা কোন নম্বরপত্র এবার দিচ্ছি না, এ কারণে জেএসসি-জেডিসির সনদপত্রে জিপিএ উল্লেখ থাকবে না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *