সমাজের আলোঃ আজ অমর ২১ শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। সারাবিশ্বে এই দিনটি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল বাংলার দামাল ছেলে রফিক, সালাম, বরকত, সফিউর জব্বাররা। এসব শহীদের রক্তে মায়ের ভাষার অধিকার আদায় হয়েছিল সেদিন। বাঙালি জাতিসত্তা বিকাশের এ সংগ্রাম পরে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। একুশের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা পাটকেলঘাটা থানা নগরঘাটা কবিনজরুল বিদ্যাপীঠ শহীদ মিনারে। পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ফুল দিয়ে নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নগরঘাটা ইউনিয়ানের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু। সভাপতি স,ম, আকতার -উল-আলম নগরঘাটা ইউনিয়ানের ছাত্র লীগের সাবেক সভাপতি নাঈম পারভেজ, নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ প্রধান শিক্ষাক সাইদুল আলম বাবলু, সহকারী শিক্ষক কামরুজ্জামান রিকু, বাংলাদেশ জাসদের তালা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমার শাহিন,আওয়ামী লীগ সহস্য জিয়ারুল ইসলাম, খন্দকার সাহাদাত হোসেন, মফিজুল ইসলাম, মিজানুর রহমান মিজান, মির কাশেম, জাবের হোসেন, মামুন হোসেন, জাকির হোসেন, ইয়াছিন আলী,সাজ্জাদুর জামান শুভ, ইউপি সদস্য মনি, নগরঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ সরোয়ার ,যুবলীগ সহস্য সাইফুল আলম, কৃষিলীগ সহস্য ছিদ্দিক হোসেন প্রমুখ,




Leave a Reply

Your email address will not be published.