সমাজের আলো : ড্রিম ফাইনাল বুঝি একেই বলে। একদিকে বার বার স্বপ্নভঙ্গের বেদনা, একের পর এক ফাইনালে উঠেও নিউজিল্যান্ডের শিরোপার সেই চির-আক্ষেপ। অন্যদিকে ওয়ানডেতে রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ানদের ছোট্ট ফরমেটের টি২০ বিশ^কাপ ক্রিকেটে না পাওয়ার বেদনা। দুই দলকে যেন এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে।কাকতালীয় দুটি দলই অনেকটা হিসাবের বাইরে থেকে সুপার টুয়েলভে সমান এক হার ও চার জয়ে সেমিতে উঠে আসে। সেখানে হট ফেবারিট ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার ফাইনালের মঞ্চে পা রাখে কিউইরা। আর দ্বিতীয় সেমিফাইনালে উড়তে থাকা পাকিস্তানের জয়যাত্রা থামিয়ে দেয় অসিরা। ২০১০-এ ইংলিশদের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার কষ্ট ঘোচাতে মরিয়া এ্যারন ফিঞ্চের দল। ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্করা টগবগ করে ফুটছেন। বিপরীতে আইসিসির টানা চারটি বৈষয়িক আসরের ফাইনালে জায়গা করে নেয়া বø্যাক-ক্যাপসরাও এবার আর সুযোগ হাতছাড়া করতে চায় না। কেন উইলিয়ামসনদের লক্ষ্য একটাই। শিরোপা। সামর্থ্যরে শেষ বিন্দু নিংড়ে দিতে প্রস্তুত ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল, জিমি নিশামরা। তাসমান সাগড়ের দুই পাড়ের দুই ক্রিকেট পরাশক্তির লড়াই ঘিরে বিশ^ আজ দুই ভাগে বিভক্ত। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত আটটায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *