রবিউল ইসলাম: শ্যামনগরের গাবুরা ইউ‌নিয়‌নের চারপা‌শে নদী বে‌ষ্ঠিত। প্রায় ৪৫ হাজার জনসংখ্যার বসবাস বর্তমা‌নে তাদের রাতে ঘুমাতে হয় ভয়েভয়ে। চারপা‌শে র‌য়ে‌ছে নদী সাগ‌রের জোয়া‌রের লবনপানি প্র‌তি‌রোধী ২৭ কি‌লো‌মিটার মা‌টির বে‌ড়িবাঁধ। ১৮শত‌কের শুরুর দি‌কে সুন্দরবন আবাদ ক‌রে গ‌ড়ে ও‌ঠে জনপদ‌টি। প্রথম দি‌কে তেমন বে‌ড়িবাঁ‌ধের দরকার না হ‌লে ১৯৬০ এর দশ‌কে অন্যন্য উপকূলীয় এলাকার সা‌থে গাবুরায়ও বে‌ড়িবাঁধ হয়। উপকূ‌লের বে‌ড়িবাঁধ গু‌লো বর্তমা‌নে বাংলা‌দেশ সরকা‌রের পা‌নি উন্নয়ন বোর্ড (পা,উ,‌বো) নিয়ন্ত্রানাধীন আ‌ছে। শুরু থে‌কে প্র‌তি পাঁচ বছর পর পর মা‌টি দ্বারা সংস্কার করা হয়ে আস‌ছে সকল বে‌ড়িবাঁধ। বে‌ড়িবাঁধ স্থানীয় বা‌সিন্দা‌দের অন্যতম চলাচ‌লের পথ। গাবুরার অ‌ধিবাসীরা অ‌ধিকাংশ গরীব ও ভু‌মিহীন। বৃত্তশালীরা অ‌নে‌কে শহরে বসতবাড়ী ক‌রে‌ছে। পর্যপ্ত স্কুল ক‌লেজ ও চি‌কিৎসা সেবা না থাকায় অ‌নেক পি‌ছি‌য়ে আ‌ছে শিক্ষা,স্বাস্থ্য ও সমা‌জিক প‌রি‌বেশ। সব মি‌লি‌য়েও আবহমান বাংলার সা‌থে তাল মি‌লি‌য়ে বসবাস করে আস‌ছে সুন্দরবন, নদী ও সাগ‌রের উপর জিবীকা নির্ভরশীল জন‌গোষ্ঠি। তবে বর্তমান প‌রি‌স্থি‌তি সম্পুর্ন ভিন্ন। জলবায়ু প‌রিবর্ত‌নের বিরুপ প্রভা‌বে সামুদ্রীক ঘু‌র্নিঝড় ও জলচ্ছাস দি‌নের পর দিন ক্রমবর্ধমান। এক‌দি‌কে জলচ্ছা‌সে নষ্ট হ‌চ্ছে অ‌তিদ্রুত মা‌টির বে‌ড়িবাঁধ। অন্য‌দি‌কে উপকূ‌লে জলবায়ু প‌রিবর্ত‌নের মোকা‌বেলায় ব্যার্থতায় পর্য‌বে‌শিত সরকারী কতৃপক্ষ।ক‌য়েকদশক বে‌ড়িবাঁ‌ধের সংস্কার না ক‌রে যেখা‌নে ভাঙ্গন সেখা‌নে যত্রতত্র রিপু সংস্কার হ‌চ্ছে মাত্র। কিন্তু বারবার গ‌ুছি‌য়ে ওঠা প‌রি‌বেশ‌কে তছনছ ক‌রছে সিডর, আইলা,না‌র্গিস,ফনী,বুলবুল ও আম্পান না‌মের ঘু‌র্নিঝড়। কতৃপ‌ক্ষের অব‌হেলার পাশাপা‌শি বে‌ড়িবাঁধ ধ্বং‌শে কম দায়ী নয় স্থানীয় চিং‌ড়ি চাষীরা। বে‌ড়িবাঁধ নষ্ট ক‌রে ও সরকারী পা‌নিসরবরা‌হের সুইজ গেট,খাল ও খাসজ‌মিগু‌লো ব্যবহার ক‌রে প্রভাবশালী মহল ১৯৯০ সা‌লের পর থে‌কে শুরু ক‌রে গোটা উপকূ‌লে লবন পা‌নির চিং‌ড়ি চাষ। প‌রি‌বেশবাদীরা আ‌ন্দোলন কর‌লেও সরকারী সাহায্য আ‌সে প্রভাবশালী‌দের প‌ক্ষে। লবন পা‌নির চিং‌ড়ি চা‌ষের কার‌ণে সব‌চে‌ষে বে‌শি ক্ষ‌তিগ্রস্ত হ‌চ্ছে নিম্ন বৃত্তের প‌রিবার। যা‌দের অল্প বসত‌ভিটা বা যায়গা আ‌ছে চিং‌ড়িচাষী‌দের কার‌ণে তা‌দের ভিটায় ও যায়গায় লবনাক্ততার কার‌ণে সম্ভব হ‌চ্ছেনা সবজী,ফসল ফলা‌নো।এখন আর গাবুরায় ৭০% দ‌রিদ্র জনগন চায়না চিং‌ড়ি চাষ। অ‌ভিসপ্ত চিং‌ড়ি চাষের কার‌ণে গোটা উপকূ‌লের সবুজ প্রকৃ‌তি আজ ধুসর।ধ্বংশ হ‌চ্ছে গ্রামীন বৈ‌চিত্র। বার বার গ‌ড়ে তোলা প‌রি‌বেশ ধ্বংশ হওয়ায় স্থানীয়‌দের ধারণা বে‌ড়িবাঁধ ধ্বংশ হওয়ার কার‌ণে লবনপা‌নির মৎসচাষ ভিন্ন ফসল ফলা‌নো সম্ভব হ‌বেনা।দে‌শের স‌চেতন মহল প‌রি‌বেশ রক্ষায় স‌চেতনতা দেখা‌লেও তারা বাদ প্র‌তিবাদ কর‌ছেনা নি‌জে‌দের জ‌ড়িত করার কার‌ণে। ত‌বে ‌বে‌ড়িবাঁ‌ধের অ‌বৈধ ব্যবহার, খাসজ‌মি, সুইঢ়যযূজ গেট ও সরকারী খাল ব্যবহার ক‌রে মৎসচা‌ষের বিরু‌দ্ধে সরকারী আইনের কার্যকারীতাই রক্ষা কর‌তে সহায়তা কর‌তে পা‌রে মুখ্য হিসা‌বে। উপকূল বাসীর একান্ত দাবী ও দ‌াবীর যৌ‌ক্তিক কারণ দর্শাই‌য়ে দুদশক ধ‌রে ক‌থিত জলবায়ু সহনশীল টেকশই বে‌ড়িবাঁধ তৈরী করার আ‌বেদন করা হ‌চ্ছে। এক‌দি‌কে দু‌র্যোগসহনশীল বাঁধ অন্য‌দি‌কে বে‌ড়িবাঁ‌ধের ভিত‌রে লবনপা‌নির মৎসচাষ বন্ধ করা জরুরী হ‌য়ে দা‌ড়ি‌য়ে‌ছে। শ্যামনগর উপ‌জেলার গাবুরা ইউ‌নিয়‌নে শহস্রা‌ধিক সৎস ঘের আ‌ছে, সব মৎস ঘেরগু‌লি অ‌বৈধ ভা‌বে লবনপা‌নি উত্তলন ক‌রে ও সরকারী খাসজ‌মি ও খাল দখল ক‌রে তৈরী করা হ‌য়ে‌ছে বে‌শিরভাগ। গাবুরায় ৯ টি স্লু‌য়েজ গেট এর ম‌ধ্যে ৫ টি, নতুন কালভার্ট ৪টি, সরকারী বড় খাল ৭ টির ম‌ধ্যে ৪টি, ছোট বড় শতা‌ধিক সরকারী খাল অ‌বৈধ দখ‌লে আ‌ছে মৎসচাষী‌দের। নদীর চ‌রে নাম মাত্র সরকারী ইজারা নি‌য়ে প্রাকৃ‌তিক বনায়ন কে‌টে তৈরী‌ করা হ‌য়ে‌ছে প্রায় শতা‌ধিক একর যায়গাজু‌ড়ে মৎস‌ঘের ও বসতবাড়ী। স্থানীয় পা‌নিউন্নয়ন বোর্ড, ভু‌মিকর্মকর্তা, বন‌বিভাগ শুধুমাত্র তদন্ত ক‌রেই ক্ষ্যান্ত, এসব মহ‌লে অর্থ‌নৈ‌তিক দু‌র্নিতীর অসংখ্যা উপখ্যান জনমু‌খে। প্রভাবশালী‌ মৎসচাষী‌দের কার‌ণে নিরবতায় পর্য‌বে‌শিত হয় সব আ‌ন্দোলন। সরকা‌রের উচ্চ মহল এর কা‌ছে আ‌বেদন এবং প‌রি‌বেশবাদী জাতীয় ও আন্তর্জা‌তিক মহল‌কে জানাই প‌রিদর্শ‌নের। গাবুরা ইউ‌নিয়ন বাসীর কান্না এলাকাসীর দাবী গাবুরা ইউ‌নিয়ন প‌রিষ‌দের এক‌ন্তিক প্র‌চেষ্টায় আ‌বেদন কর‌ছি জরুরী ভা‌বে ব্যাবস্থা গ্রহ‌নের জন্য।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *