আশাশুনি থানা,শ্রীউলা ইউনিয়ন, নাসিমাবাদ বালিয়াখালী গ্রাম এর নাসিমাবাদ উত্তর পাড়া বায়তুন নুর জামে মসজিদ এটি সম্প্রতি আম্ফান এর কারণে ডুবে যায় মসজিদটি। তবে বর্তমানে বন্যার পানি কমার সাথে সাথে মসজিদের যাবতীয় কিছু নষ্ট হয়ে যায়। যে কারণে বিপাকে পড়েন কয়েকশত মুসলিম। এমন পরিস্থিতিতে সমাজের বৃত্ত বাণ মানুষ এর সহায়তায় মজসিদ টির জন্য ১টি ত্রিপল,৪টি বদনা বিতরণ করে। এ সময়ে উপস্থিত ছিলেন আত্নার বাঁধনে রক্তদান সাতক্ষীরা এর প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন মো ফাহিম রহমান, এ্যাডমিন মো সাকিব হাসান, রায়হান আহম্মেদ, সাবরিনা পপি ক্যাশিয়ার মোছাঃ রিক্তা পারভীন মিষ্টি, সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, আল-আমিন,মহিবুল্লাহ,হাসি,হাসিরা প্রমুখ। উল্লেখ্য গত বছর ১৯ এপ্রিল হতে আত্নার বাঁধনে রক্তদান সাতক্ষীরা তাদের কার্যক্রম শুরু করে প্রায় ৯০০ ব্যাগ ব্লাড, ২০০+ বৃক্ষ রোপন করোনা মহামারিতে মাস্ক বিতরণ, ৪৭টি পরিবার এর মাঝে শুকনা খাবার বিতরণ, ৭৬টি পরিবার এর মাঝে ইফতার সামগ্রিক বিতরণ করে। এবং নতুন বছর উপলক্ষে ১জানুয়ারি হতে “নতুন বছরের শুরুতে উষ্ণতা ছড়িয়ে দিব সবার মাঝে” এ স্লোগান কে সামনে রেখে ৫জানুয়ারি পর্যন্ত তারা শীতবস্ত্র বিতরণ করবে।



Leave a Reply

Your email address will not be published.