সমাজের আলো: মাদক মামলায় সাজাপ্রাপ্ত একজন আসামিকে কারাগারে না পাঠিয়ে বরং পরিবারের সাথে থেকে তাদের যত্ন করার মাধ্যমে সংশোধনের বিরল সুযোগ দিয়েছেন হাইকোর্ট। মাদকের মামলায় হাইকোর্টে এ ধরণের রায় এটাই প্রথম বলে আইনজীবীরা জানাচ্ছেন। রবিবার বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ একটি মাদকের মামলায় এই রায় দিয়ে বেশ কয়েকটি শর্ত নির্ধারণ করে দিয়েছেন। শর্তের মধ্যে রয়েছে, কারাগারের বাইরে থাকার সময় সাজাপ্রাপ্ত ওই ব্যক্তিকে তার ৭৫ বছরের মায়ের যত্ন করতে হবে। সেই সঙ্গে দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলের পড়াশোনা চালিয়ে যেতে হবে। আইনানুগ বয়স হওয়ার আগে মেয়েকে বিয়ে দিতে পারবেন না। এসব শর্তের লঙ্ঘন করা হলে তাকে কারাগারে যেতে হবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এনামুল হক মোল্লা জানান, এর আগে ফৌজদারি মামলায় এ ধরণের একটি রায় দেয়া হলেও হাইকোর্টে মাদকের কোন মামলায় এ ধরণের প্রবেশনের রায়ের ঘটনা এটাই প্রথম।

Seen by Yeorab Hossain at 03:22




Leave a Reply

Your email address will not be published.